Viral News: সন্তানের জন্য মা যেমন সবকিছু করতে পারেন, তেমনই মা বিপদে পড়লে তাঁকে রক্ষা করার জন্যেও সমস্ত শক্তি ঝাঁপিয়ে পড়ে সন্তান। আর ঠিক এমনই নিদর্শন পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া একটি ভিডিওতে। ট্যুইটারে (Twitter) এই ভিডিও শেয়ার করেছেন আইপিএস আধিকারিক দীপাংশু কাবরা। ট্যুইটারে মাঝে মাঝেই দারুণ সব ভিডিও শেয়ার করেন এই আইপিএস অফিসার। সেগুলি ভাইরালও হয়। এবারও তেমনটাই হয়েছে। ট্যুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা মইয়ের উপর চড়ে কিছু একটা কাজ করছিলেন। তারপর নামার সময় তাঁর পায়ে লেগে মইটি উল্টে পড়ে যায়। উপরে থাকা একটা বিম থেকে কোনও রকমে ঝুলতে থাকেন মহিলা। হাত ফস্কালেই মারাত্মক বিপদ হতে পারে। 


দেখে নিন সেই ভাইরাল ভিডিও


 






মহিলার পাশেই নীচে দাঁড়িয়েছিল তাঁর ছোট্ট ছেলে। মায়ের করুণ দশা দেখেই সাহায্যের জন্য ছুটে যায় একরত্তি ছেলে। গায়ের জোরে মইটা টেনে তোলার চেষ্টা শুরু করে সে। আশপাশে কোনও লোক না থাকায় পুর কাজটাই তাকে একা একা করতে হয়েছে। প্রথম দিকে সামলাতে না পারলেও শেষ পর্যন্ত মইটা তুলে মায়ের নাগালে সেটাকে রেখে দেয় বাচ্চা ছেলেটি। এখানেই শেষ নয়। মা যতক্ষণ না মই বেয়ে নীচে নেমেছেন ততক্ষণ মই আঁকড়ে দাঁড়িয়েছিল বাচ্চা ছেলেটি। মায়ের ব্যাপারে আর কোনও ঝুঁকি নিতে চায়নি সে। গত ২৩ ডিসেম্বর ট্যুইটারে ৪৩ সেকেন্ডের এই ভিডিও শেয়ার করেছিলেন আইপিএস অফিসার অফিসার দীপাংশু কাবরা। 


বাচ্চা ছেলেটি যেভাব কাঠের মইটি মাটি থেকে তুলে ফের নিজের মায়ের পায়ের নাগালে রেখে দিয়েছিল তা দেখে অবাক নেট দুনিয়া। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। আপাতত এই বাচ্চাটির প্রশংসায় পঞ্চমুখ সকলে। বাচ্চাটির উপস্থিত বুদ্ধি দেখে অবাক সকলে। সঠিক সিদ্ধান্ত নিতে এক মিনিটও দেরি করেনি সে। আর সেই কারণেই ওই বাচ্চা ছেলেটির মা এ যাত্রায় কোনও চোট আঘাত পাননি। 


আরও পড়ুন- ক্রিসমাস উপলক্ষ্যে ১০০ পথকুকুরকে খাওয়ালেন যুবক, ভাইরাল ভিডিও