নয়াদিল্লি : ছিল নিশ্চয়তা। ভাল বেতনের চাকরি। কিন্তু মন চাইছিল নিজের মতো করে কিছু করতে। স্বতন্ত্র এক পরিচিতি তৈরি করতে। আপাতত সেই পথে পা বাড়িয়ে রাজধানীতে আলোচনার কেন্দ্রে এক বাঙালি মেয়ে। শর্মিষ্ঠা ঘোষ (Sharmistha Ghosh)। দিল্লির ক্যান্টনমেন্টের গোপীনাথ বাজারে কার্যত রমরমিয়ে চলছে শর্মিষ্ঠার চা-খাবারের দোকান।


ইংরেজি এমএ (MA in English) করার পর ব্রিটিশ কাউন্সিলে (British Council) চাকরি করছিলেন শর্মিষ্ঠা ঘোষ। কিন্তু নিজের কিছু করার, স্বতন্ত্র পরিচিতি তৈরি করার এক তাড়না কিছুতেই যেন পিছু ছাডছিল না বঙ্গতনয়ার। যার জেরেই চাকরি থেকে জমানো টাকা থেকেই 'চায়োস' শুরু করে দেন শর্মিষ্ঠা। আর যে দোকানই এখন দিল্লির কসমোপলিটন জনতার কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সোশাল সাইট তথা কাজের খবরের জন্য বিখ্যাত নেটওয়ার্ক লিঙ্কডইনে শর্মিষ্ঠার ও তাঁর দোকানের কথা শেয়ার করেছেন ভারতীয় সেনার প্রাক্তন ব্রিগেডিয়ার সঞ্জয় খান্না। আর তাঁর যে পোস্ট এই মুহূর্তে ভাইরাল। শর্মিষ্ঠাকে অনেকেই শুভেচ্ছা জানিয়ে সাফল্যের কামনার বার্তা দিয়েছেন।


পোস্টে প্রাক্তন ব্রিগেডিয়ার সঞ্জয় খান্না লিখেছেন, 'কৌতুহলের বশেই মিস ঘোষকে জিগ্গেস করেছিলাম, কেন এই কাজ সে করছে। যার উত্তরে ও জানায় স্বপ্ন দেখে চায়োস-কে বড় করে তোলার। একাধিক জায়গায় যাতে দোকান খুলতে পারে, সেই বাসনা নিয়েই স্বপ্নের পথে এগোতে চায় ও।' শর্মিষ্ঠার বন্ধু তথা লুৎফানসায় কর্মরতা ভাবনা রাওয়ের সঙ্গে টাকা জুড়ে ছোট চা ও খাবার দোকান চায়োস খুলেছে বঙ্গতনয়া। রোজ শর্মিষ্ঠার ঘরে যিনি কাজ করেন তিনিও সঙ্গে আসেন, যাতে দোকান দেওয়া ও মাল তুলে নিয়ে যাওয়ার কাজে সাহায্য হয়।


নিজের পোস্টে সঞ্জয় খান্না উল্লেখ করেছেন, শর্মিষ্ঠার থেকে অনুমতি নিয়েই তাঁর ছবি ও পোস্টটি তিনি করেছেন। পাশাপাশি কোনও কাজই ছোট নয়। সঙ্গে নিজের স্বপ্নের পিছনে ছুটে যেতে কোনও পরিস্থিতিই বাধা নয়, তেমনটা দেখিয়েই শর্মিষ্ঠা এগিয়ে গিয়েছে বলেই উল্লেখ করেছেন তিনি। স্বপ্ন দেখার পাশাপাশি সেটাকে বাস্তব করে তুলতে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে গেলে সাফল্য আসবেই বলেও প্রত্যয়ী তিনি। বঙ্গতনয়া যেভাবে নিজের স্বপ্নের পিছনে ছুটতে নিশ্চয়তা, মোটা মাইনের চাকরি ছেড়েছেন, সেই সাহসকেও কুর্নিশ জানিয়েছেন ভারতীয় সেনার প্রাক্তন ব্রিগেডিয়ার সঞ্জয় খান্না।


অনেকে উচ্চশিক্ষিত হয়েও 'সঠিক' কাজের অপেক্ষায় বসে রয়েছেন বলেও মনে করেন ব্রিগেডিয়ার। কিন্তু কোনও কাজই ছোট নয়। স্বপ্নটা বড় করে এগিয়ে যাওয়াটাই আসল বলে মনে করিয়ে দিয়ে চেয়ে শর্মিষ্ঠাকে অনেক শুভেচ্ছা জানিয়েই পোস্টটি শেষ করেছেন তিনি। 


আরও পড়ুন- কেমিস্ট্রির প্রশ্নপত্রে বিকোচ্ছে গরম গরম খাস্তা কচুরি! মজার কমেন্টে মাতল নেটপাড়া