ইন্দোর: গত বছরের ডিসেম্বর মাসে আজব আইন জারি করেছিল মধ্যপ্রদেশ সরকার। রাজ্যকে ভিখিরিমুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। ১৬ ডিসেম্বর এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল ইন্দোরে। এবারে সেই একই মর্মে এক ভিখিরিকে (Indore News) মাত্র ১০ টাকা ভিক্ষা দেওয়ার অপরাধে এক যুবককে গ্রেফতার করা হয়েছে ইন্দোরে। সেই যুবক পেশায় একজন গাড়িচালক, ১০ টাকা ভিক্ষা দেওয়ার অপরাধে থানায় তার নামে এফআইআরও (FIR) দায়ের করা হয়েছে। মঙ্গলবার মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে ভিক্ষা দেওয়ার উপর নিষেধাজ্ঞা (Madhya Pradesh News) জারি করা হয়েছে সমগ্র রাজ্যে।


এক আধিকারিক জানিয়েছেন যে, ১৫ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় ব্যক্তিকে ভিক্ষা দেওয়ার অপরাধে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ২২৩ নং ধারার অধীনে সেই ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। আধিকারিকের প্রণীত নিয়ম লঙ্ঘনের দায়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই গাড়িচালকের পরিচয় বিশদে জানা যায়নি। গত সোমবার ইন্দোরের লাসুডিয়া থানার অধীনে এক মন্দিরের সামনে বসে থাকা ভিখিরিকে ১০ টাকা দিতেই সেই গাড়িচালককে গ্রেফতার করে পুলিশ। রাজ্য প্রশাসনের ভিখিরি উৎখাত দলের এক আধিকারিকের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করা হয়েছে।


ভারতীয় দণ্ডবিধির ২২৩ নং ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলে সেই ব্যক্তির সর্বোচ্চ ১ বছরের কারাবাস কিংবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, কিংবা আইনি নির্দেশে কারাবাস এবং জরিমানা দুইই হতে পারে অভিযুক্তের। মধ্যপ্রদেশের রাজ্য প্রশাসন ইন্দোরকে ভারতের প্রথম ভিখিরি-মুক্ত শহর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। আর তাই সমগ্র রাজ্যে ভিক্ষা করা নিষিদ্ধ করা হয়েছে, ভিখিরিকে ভিক্ষা দেওয়া বা কোনো জিনিস কিনে দেওয়াও নিষিদ্ধ হয়েছে সমগ্র রাজ্যজুড়ে।


এর আগে ২৩ জানুয়ারি খাণ্ডোয়া রোডের এক মন্দিরের সামনে বসে থাকা ভিখিরিকে ভিক্ষা দেওয়ার অপরাধে এক অপরিচিত ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রশাসনের ভিখিরি উৎখাত দলের এক আধিকারিক ফুল সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'বিগত ৬ মাসে ইন্দোর শহরে ৬০০ জনেরও বেশি মানুষকে ভিক্ষা কর‍তে দেখা গিয়েছে, তাদের সকলকেই রিহ্যাবের জন্য আলাদা আশ্রয়ে পাঠানো হয়েছে। ১০০-রও বেশি শিশুকে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে পাঠানো হয়েছে।' তিনি আরও বলেন যে বেলুন বিক্রি কিংবা ট্রাফিক সিগনালে কিছু জিনিস বিক্রি করার নামে ভিক্ষা করছিল এই সব মানুষেরা, শিশুরা। এমনকী মধ্যপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে ইন্দোর শহরে এমন ভিক্ষার ঘটনা নজরে এলে যে বা যারা জানাবে তাদের প্রত্যেককে ১০০০ টাকা দেওয়া হবে। এই মর্মে, কেন্দ্রের ইউনিয়ন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টের অধীনে দেশের ১০টি শহরকে ভিখিরি-মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আরও পড়ুন: Viral Video: বাড়ির সামনে রাস্তায় খেলছিল ৪ বছরের শিশু, ঘিরে ধরল একদল পথকুকুর; তারপর ? ভিডিয়ো দেখে শিউরে উঠবেন