Madhya Pradesh News: সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক অস্বস্তিকর ভিডিয়ো। এখানে দেখা যাচ্ছে নিজের বাবাকেই লাঠি দিয়ে বেধড়ক মারছেন তার মেয়েরা। তার মা স্বামীর দুই পা ধরে আছেন যাতে তিনি নড়াচড়া করতে না পারেন। এই প্রবীণ ব্যক্তি (Viral Video) নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে জানা (Madhya Pradesh News) গিয়েছে এবং তার মৃত্যুর কয়েকদিন পরেই এই ভিডিয়ো প্রকাশ্যে আসে।


পুলিশ জানিয়েছে যে মৃতের নাম জানা গিয়েছে হরেন্দ্র মৌর্য। তার মৃতদেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আর এই পরীক্ষা থেকেই বোঝা যাবে আদৌ এই মৃত্যু কি আত্মহত্যা নাকি খুন ! ভয়ানক সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হরেন্দ্র নামের সেই ব্যক্তির স্ত্রী তার দুই পা শক্ত করে ধরে আছেন আর সেই অবস্থাতেই লাঠি দিয়ে বেধড়ক মারধোর করছেন তার মেয়েরা। যন্ত্রণায় আর্তনাদ করতে শোনা যাচ্ছে সেই প্রবীণকে। একটা সময় তার ছোট ছেলে দিদিদের আটকাতে চেষ্টা করেন, কিন্তু মেয়েরা তাকেও মারধোর করার হুমকি দেন। হরেন্দ্র বহু চেষ্টা করলেও কিছুতেই নিজেকে ছাড়িয়ে নিতে পারছিলেন না স্ত্রীর কাছ থেকে। আর তার ফলে তাঁকে আরও মার খেতে হয় মেয়ের কাছে। এই ভিডিয়োটি প্রকাশ পেয়েছে ১ ফেব্রুয়ারিতে। আর প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে হরেন্দ্রর হয়ে ন্যায়ের দাবিতে সরগম হয়েছেন নেটিজেনরা।



জানা গিয়েছে পেশায় হরেন্দ্র মৌর্য একজন ইলেক্ট্রিশিয়ান, তার তিন মেয়ে এবং এক ছেলে। তার প্রতিবেশি এবং আত্মীয়দের মতে, হরেন্দ্র প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। ১ মার্চ হরেন্দ্র তার দুই মেয়ের বিয়েও দেন। এই অনুষ্ঠানের পরেই তার স্ত্রী বিচ্ছেদ নিয়ে বাপের বাড়ি গিয়ে থাকার সিদ্ধান্ত নেন। আর এতে ক্রুদ্ধ হয়ে একটি আলাদা ঘরে নিজেকে আটকে নেন হরেন্দ্র। কোথাও খুঁজে না পেয়ে সেই ঘরের দরজা খুলতেই বাড়ির সকলে দেখেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।


প্রতিবেশিদের কাছ থেকে জানা গিয়েছে যে পরিবারে এত সমস্যার কারণেই হরেন্দ্র আত্মহত্যা করেছেন। সিনিয়র পুলিশ অফিসার দীপালী চন্দোরিয়া জানিয়েছেন যে হরেন্দ্রর মৃতদেহ গোয়ালিয়র মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। এই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।  


আরও পড়ুন: Odisha News: অসুস্থতার ছুটি মঞ্জুর হয়নি, স্যালাইনের বোতল হাতে নিয়ে হাসপাতাল থেকেই সোজা স্কুলে হাজির শিক্ষক