কলকাতা: মানুষের শখের ব্যাপারই আলাদা। শখের জন্য মানুষ কত কি না করে থাকে। আর কোনো আনন্দের মুহূর্ত উদযাপনও সেই শখের মধ্যেই পড়ে। আর গাড়ি-বাইক কেনাও অনেকের শখের মধ্যেই পড়ে। এভাবেই নতুন বাইক কিনে তাঁর আনন্দে পার্টি দিলেন এক চা বিক্রেতা। এমন পার্টি দিলেন যেখানে পরপর নোট হাওয়ায় ওড়ালেন শখেই। সম্প্রতি এমনই এক ভিডিয়ো (Viral Video) মধ্যপ্রদেশ থেকে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি শোরুম থেকে একটা মপেড বাইক কিনে নিয়ে আসছেন যার দাম মোটামুটিভাবে ৯০ হাজার টাকা আর তারপরের ঘটনাই সবথেকে বেশি আশ্চর্যের। ৯০ হাজার টাকার বাইক লোন (Bike Loan) নিয়ে কিনেছেন সেই ব্যক্তি, অথচ বাইক কেনার আনন্দে ৬০ হাজার টাকা খরচ করে পার্টি দিলেন তিনি। মধ্যপ্রদেশের শিবপুরীতে তাঁর একটি চা দোকান রয়েছে।


৯০ হাজারের বাইক কেনার আনন্দে ৬০ হাজারি পার্টি


মধ্যপ্রদেশের শিবপুরীতে এক চা বিক্রেতা একটি লুনা মপেড কেনে শোরুম থেকে আর তারপরে সেই বাইক কেনার আনন্দের বাইকের দামের কাছাকাছি টাকা পুরোটাই পার্টিতে উড়িয়ে দেন। এর আগেও যখন তিনি নতুন মোবাইল ফোন কেনেন, একই কাজ করেছিলেন বলে জানা গিয়েছে। সেই চা বিক্রেতা তাঁর বহু বন্ধু-বান্ধবকে সঙ্গে নিয়ে শোরুমে আসেন, একটা ব্যান্ড পার্টিও নিয়ে এসেছিলেন তিনি। এমনকী একটি লরিও এনেছিলেন সঙ্গে করে আর এসব করতে গিয়ে তাঁর খরচ হয় ৬০ হাজার টাকা, অথচ যে মপেড তিনি কিনেছিলেন তাঁর দাম ৯০ হাজার টাকা মাত্র।


গান-বাজনা, ব্যান্ড পার্টি নিয়ে বাড়ি আসেন তিনি


এরপরে লুনা মপেড যখন তিনি বাড়িতে নিয়ে আসবেন, তখন সেই বাইকটিকে পুজো করার পরে সেই চা বিক্রেতা তাঁর বন্ধু-পরিবারের সঙ্গে দেদার নাচতে থাকেন। বাজতে থাকে ড্রাম, তারপর গাড়িতে বসে সেই মপেডটিকে একটা ক্রেনের সাহায্যে তুলে ধরেন আকাশে। আর তারপরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেই লুনা যিনি কেনেন সেই চা বিক্রেতার নাম মুরারী, তিনি মধ্যপ্রদেশের শিবপুরীর নীলগড় উপজেলার বাসিন্দা। সেখানেই একটি চা দোকান চালান মুরারী কুশাহা। তাঁর এই বাইক কিনে ফেরার পথে আনন্দ উদযাপনের ভিডিয়ো দেখে তোলপাড় নেটপাড়ায়।


মজার কমেন্ট করেছেন নেটিজেনরা


প্রদীপ সিং নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। বহু মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। সমাজমাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর থেকেই নানা জনের নানা মন্তব্য আসছে ভিডিয়োর কমেন্টে। একজন লিখেছেন যে আদপেই শখ একটি বড় ব্যাপার। আরেকজন নেটিজেন লেখেন, 'আমি একটি চা দোকান খুব শীঘ্রই খুলতে চলেছি'। অন্য আরেকজন এই ভিডিয়োর কমেন্টে লেখেন, 'আনন্দের কখনও মূল্য ধরে বিচার হয় না'।


আরও পড়ুন: Viral News: প্রস্রাব দিয়ে ময়দা মাখত পরিচারিকা ! গৃহকর্ত্রী ভিডিয়ো করলেন, তারপর ?