নয়াদিল্লি: আকাশপথে পিরামিড দর্শন করতে গিয়ে তাজ্জব হয়ে গেলেন এক পর্যটক। মিশরের সর্বোচ্চ পিরামিডের উপর পথকুকুরকে ছুটে বেড়াতে দেখলেন তিনি। সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে ক্যামেরাবন্দি করলেন তিনি, যা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অত উচ্চতায় পথকুকুরটি উঠল কী করে, উত্তর খুঁজছেন সকলেই। (Viral Video)
মিশরের ১১৮টি পিরামিডের মধ্যে সবচেয়ে বৃহত্তম গিজা, প্রায় ৪৫৫ ফুট। তারই মাথায় নিশ্চিন্তে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে এক পথকুকুরকে। আকাশপথে পিরামিড দর্শনের সময় প্যারামোটরিস্ট অ্যালেক্স ল্যাং ওই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। পিরামিডের উপর পথকুকুরটি একটি পাখিকে তাড়া করছিল বলে জানিয়েছেন তিনি।- (Dog on Pyramid)
কুকুরটি কী করে পিরামিডের উপর উঠল, আদৌ নামতে পেরেছে কি না, ভিডিওটি সামনে আসতেই উত্তর খুঁজতে নেমে পড়েছেন অনেকে। এমনিতে পিরামিডে ওঠা নিষিদ্ধ। নজরদারি এড়িয়ে কুকুরটি কী করে পিরামিডের উপর উঠল, তা জানতে আগ্রহী সকলেই। কেই কেউ আবার রসিকতাও করেছেন। তাঁদের বক্তব্য, 'পিরামিড জয় করেছে কুকুরটি। সে-ই এখন পিরামিডের মালিক'।
অ্যালেক্সের ওই ভিডিওটি নিজের অ্যাকাউন্ট থেকে পুনরায় শেয়ার করেছেন রোমাঞ্চপ্রেমী ক্রীড়াবিদ মার্শাল মোশার। তাঁর প্রোফাইল থেকে ভিডিওটিতে 'লাইক' ঠুকেছেন প্রায় ৬ লক্ষ মানুষ। অ্যালেক্সের অ্যাকাউন্ট থেকেও লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। 'কুকুরটিই সঠিক অর্থে জীবনকে উপভোগ করছে, আমরা বঞ্চিত রয়ে যাচ্ছি', ভিডিও দেখে এমন মন্তব্যও করেছেন কেউ কেউ।
মিশরের বৃহত্তম পিরামিড গিজা, দ্য গ্রেট পিরামিড অফ গিজা নামেও পরিচিত। পৃথিবীর আশ্চর্যতম সৃষ্টিগুলির মধ্যে সেটি অন্যতম। খ্রিস্টপূর্ব ২৫৮০ থেকে ২৫৬৫-এর মধ্যে সম্ভবত সেটি নির্মিত হয়। ফারাও খুফুর রাজত্বকালে সেটির নির্মাণ বলেই জানা যায়। গিজা UNESCO ওয়র্ল্ড হেরিটেজ হিসেবেও স্বীকৃত।