নয়া দিল্লি: বর্তমানে স্ট্রিট ফুডে মোমোর জনপ্রিয়তা তুঙ্গে। এগরোল, চাউমিন কিংবা হরেকরকম চপ-কাটলেটকে পিছনে ফেলে এখন সবার পছন্দের তালিকায় যে খাবারটি রয়েছে তা হল মোমো। রেস্তোরাঁর থেকেও রাস্তার দোকানে মোমোর চাহিদা অনেকটাই। স্টিম মোমো হোক কিংবা ফ্রায়েড বা প্যান ফ্রায়েড- মোমো ভালবাসে আট থেকে আশি। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে যে দৃশ্য দেখা যাচ্ছে, তা দেখে এরপর আর মোমো খাবেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। 


ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মোমোর দোকানের ভিতরে মোমোর জন্য ময়দা মাখা হচ্ছে। না হাত দিয়ে নয়, বরং পা দিয়ে। স্বাস্থ্যবিধির বিন্দুমাত্রও মানা হচ্ছে না সেখানে। গোটা পরিবেশটিই নোংরা। এর মধ্যে একটি গামলার মধ্যে ওই ময়দা মাখার দৃশ্যটি ভাইরাল হয়েছে। ২২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে অপরিচ্ছন্নতার বিষয়টি। 






(যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ)


এই ধরনের মোমো খেলে যেকোনও সময়ই অসুস্থ হতে পারেন আপনি। ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হতে পারে মুহূর্তেই।


জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে জব্বলপুরে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় লোকজন থানায় অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে বর্গী থানায় মামলা হয়েছে।  সেখানকার পুলিশ অফিসার জানিয়েছেন, ভিডিও দেখে ইতিমধ্যেই তাঁদের শনাক্ত করা হয়েছে। এরপর দু'জনকে আটকও করা হয়।


আরও পড়ুন, গায়ে হাত তোলে ছেলে, পেট চালাতে চোখে জল নিয়ে রাতে অটো চালান মা


জানা গিয়েছে, অভিযুক্তদের নাম রাজকুমার গোস্বামী ও শচীন গোস্বামী। দুই যুবক, যোধপুরের বাসিন্দা, থানার কাছে মোমোর দোকান চালান। রাজকুমার গোস্বামী এবং শচীন গোস্বামী রাজস্থান থেকে আসেন এবং মোমো বিক্রির ব্যবসা করেন। তাদের এই কীর্তিকলাপের কথা জানান হয়েছে খাদ্য দফতরেও। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে