নয়া দিল্লি: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় এবার চর্চায় রয়েছেন মোনালিসা। মহাকুম্ভে মালা বিক্রি করা এই 'শ্যামাসুন্দরী'ই এখন নজর কাড়ছেন নেট দুনিয়ায়। মহাকুম্ভে তাকে ঘিরে উন্মাদনা চরমে। একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে পুরুষরা তাঁকে ঘিরে ধরে আছে সেলফি তোলার জন্য। তার কথায়, ফটো, ফটো, ফটো খিঁচতে হ্যায়, ইয়ে আচ্ছি নেহি’। 

এরই মধ্যে কিছু লোকের হাতে হলেন চরম হেনস্থার শিকার। এবার এই বিরক্তিকর কারণের জন্যেই শিরোনামে ফিরে এসেছেন মোনালিসা। অনলাইনে তাঁর ভিডিও ভাইরাল হওয়ায়, তাঁর ভিডিও দেখেই কিছু ভক্ত এদিন তাঁর দোকানে এসে তাঁর সাথে অভদ্রতা আচরণ করে বলে জানা যাচ্ছে।                 

সেই ভিডিওটিও নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন মোনালিসা। যেখানে দেখা যাচ্ছে, লাল সালোয়ার পরা অবস্থায় মোনালিসা ভোঁসলেকে। দেখা যাচ্ছে, তাকে ঘিরে থাকা ভিড় থেকে পালানোর চেষ্টা করছেন তিনি। তার পরিবারের একজন সদস্য তাকে দূরে টেনে নিয়ে যাচ্ছেন। অন্যরা তার কাছে যাওয়ার বা তার ছবি তোলার চেষ্টা করছে। এমনকি একজন-দুজন তাঁর হাত ধরেও টানছে। পুরুষদের হাত থেকে তাকে রক্ষা করার চেষ্টা করে তাঁর পরিবারের সদস্যরা।                                  

অনেকে লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসার সঙ্গে তাকে তুলনা করেছে। চোখ, শ্যামলা মোনালিসার রূপের জাদুতে মুগ্ধ সবাই। সেখানে তার সঙ্গে সেলফি তোলার জন্যে হুড়োহুড়ি। এমন পরিস্থিতি হয়েছে যে মোনালিসা ভোঁসলের বাবা তাকে বাড়ি নিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। কপালে একটি ছোট্ট টিপ। গলায় একাধিক পুঁথির মালা। চোখে হাল্কা কাজল। সাজ পোশাকে অতি সাধারণ। ঠিক যেন পাশের বাড়ির মেয়ে। 

মোনালিসা আসলে একজন আদিবাসী মেয়ে, যে মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। প্রয়াগরাজ মহাকুম্ভে রুদ্রাক্ষের মালা বিক্রি করে সংসার চালায় সে। তার ভিডিও ভাইরাল হওয়ার পরে এখন  মহাকুম্ভে তাকে লোকে ঘিরে ধরছে। যা তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মোনালিসার ভিডিও, সেলফি ও রিল তৈরি করে তাকে অনুসরণ করছে লোকজন। বাধ্য় হয়ে এখন তাকে সাধুদের তাঁবুতে আশ্রয় নিতে হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে