নয়া দিল্লি: ভারত (India)-জুড়ে ক্রমেই বাড়ছে তাপমাত্রা। উত্তর ভারতের (North India) একাধিক জেলায় ইতিমধ্যেই গরমে রেকর্ড তৈরি হয়েছে। নেটিজেনদের অনেকেই বলেছেন ৪০ ডিগ্রি তাপমাত্রাতে বাইরে বেরলে একেবারে পুড়ে যেতে হচ্ছে, এতটাই গরম। আর সেই গরমকেই কাজে লাগিয়ে এবার স্কুটির তেতে থাকা সিটে দোসা (Dosa) বানালেন এক ব্যক্তি।
এই ভিডিওটি সম্প্রতি জনপ্রিয় হয়েছে সোশাল মিডিয়াতে। সেখানে দেখা গিয়েছে, এক তামিল ব্যক্তি সেখানকার জনপ্রিয় খাবার দোসা তৈরি করছেন স্কুটারের সিটে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, "গরমে যখন বাইরের তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি তখন স্পেশাল ভেসপা দোসা বানান চলছে।" একেবারে দোসার ব্যাটার সিটে ছড়িয়ে তাওয়াতে বানানো আসল ধোসার মতোই তৈরি করা হল। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
আরও পড়ুন, তিনটি পেঁচা লুকিয়ে আছে একটি ছবিতেই, দেখুন তো খুঁজে পান কি না!
তবে RPG এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা ক্যাপশন সহ ভিডিওটি শেয়ার করেছেন। তিনি বলেছেন যে "আমাদের দেশে উদ্ভাবনী ভাবনাগুলি দেখুন। একজন কীভাবে বাইরের প্রবল তাপকে কাজে লাগিয়ে দোসা বানিয়ে চলেছেন।
এই পোস্টটি নিয়ে মজাও কিছু কম হয়নি। একজন লিখেছেন, দেশে জ্বালানির যা দাম তাই সরকারের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও দাম কমাতে সাহায্য করতে পারে এই ভাবনা। তবে শুধু দক্ষিণভারত নয়, উত্তরভারতেও পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত। রবিবার সেখানে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা।