কলকাতা: চাকরির জন্য ইন্টারভিউ দিতে ডাকা হয়েছিল। জয়েন করতে বলা হয়েছিল একটি মিটিং অ্যাপে। কিন্তু সেই অ্যাপই যে সব টাকা লোপাট করে দেবে, তা কে জানত। সম্প্রতি এমনটাই ঘটেছে এক ব্যক্তির সঙ্গে। নাভেদ আলম নামের ওই ব্যক্তি একজন প্রোডাক্ট ডিজাইনার। 


ইন্টারভিউয়ের ফাঁদ (interview scam)


প্রসঙ্গত, তাঁর কাছে একটি অফিসিয়াল পেজ থেকে চাকরির জন্য লোক চেয়ে মেসেজ পাঠানো হয়। তাঁর প্রত্যুত্তর দেন নাভেদ। এর ভিত্তিতেই তাঁকে ইন্টারভিউতে ডাকা হয়। সাধারণত এই ইন্টারভিউয়ের দুটো ধাপ হয়। একটি ধাপে প্রযুক্তি বিশেষজ্ঞ কথা বলেন। অন্য ধাপে সংস্থার মানবসম্পদ উন্নয়ন আধিকারিক কথা বলেন। এক্ষেত্রেও নাভেদের সঙ্গে দুজন কথা বলেন। প্রথমে প্রযুক্তি বিশেষজ্ঞ তাঁর কাছে কিছু ডিজাইন দেখতে চান। প্রোডাক্ট ডিজাইন নিয়ে কিছু প্রশ্ন করেন। সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দেন নাভেদ। তাঁর কথায়, ডিজাইনগুলি দেখে বেশ পছন্দ হয়েছিল ইন্টারভিউয়ারের (fake interview money scam)। এর পর তাঁকে এইচআর অর্থাৎ মানবসম্পদ উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলতে পাঠানো হয়। তখনি নাভেদ লক্ষ করেন প্রায় তিন হাজার ডলার তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে। যা ভারতীয় মুদ্রায় আড়াই লাখ টাকার সমান।


কীভাবে টাকা লোপাট ?


‌ইন্টারভিউ নেওয়ার জন্য তাঁকে একটি অ্যাপ নামাতে বলা হয়েছিল। সাধারণত বিভিন্ন সংস্থার এমন কিছু ইন-হাউস অ্যাপ অর্থাৎ নিজেদের তৈরি অ্যাপ থাকে। সেই অ্যাপে লগইন করে ইন্টারভিউ দিতে গিয়ে এই সমস্ত টাকা লোপাট হয়ে যায় নাভেদের।‌


এক্স হ্যান্ডেলে পোস্ট


এই পুরো ঘটনাটির কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেছেন নাভেদ আলম। তিনি লেখেন, তাঁর মতো আর কাউকে যাতে ঠকতে না হয়, তাই ওই পোস্ট। এর পর যে সংস্থা ও যে ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন, তাদের নাম উল্লেখ করেন পোস্টে। এমনকি যে সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হয়েছে, সেই সংস্থার নামও উল্লেখ করেন নাভেদ। অনলাইনে প্রতারণার (cyber scam) জন্য নানারকম ফাঁদ তৈরি করছে সাইবার অপরাধীরা‌। এই ফাঁদে পা দিতে নিষেধ করেন তিনি। একই সঙ্গে সকলকে এমন ধরনের ইন্টারভিউয়ের ব্যাপারেও সতর্ক করেন নাভেদ আলম। 


আরও পড়ুন - চিপসের প্যাকেট দিয়ে সাজানো বরের গাড়ি, ভাইরাল ভিডিয়ো দেখে মস্করা নেটিজেনদের