কলকাতা: দেখেছেন দুটো বিশ্বযুদ্ধ। দেখেছেন পৃথিবীর আমূল বদলে যাওয়া। ১১৪ বছরের জীবনে অনেক কিছুর সঙ্গেই পরিচয় হয়েছে তাঁর। পৃথিবীর সবচেয়ে বৃদ্ধ মানুষ হিসেবে রেকর্ডও গড়েছেন। এবার ইহলোক ত্যাগ করতে হল তাঁকে। ১১৪ বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বের সবচেয়ে বৃদ্ধ মানুষটি। ভেনেজুয়েলার বাসিন্দা এই মানুষটির নাম জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। ২০২২ সালে গিনিস বুকে নাম উঠেছিল তাঁর। পৃথিবীর সবচেয়ে বৃদ্ধ এই মানুষটির মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন তাঁর পরিবারের সদস্যরাই। 


শোকপ্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি


জুয়ান ভিসেন্তে পেরেজ মোরার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সেই দেশের রাষ্ট্রপতি। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো তাঁর এক্স প্রোফাইলে লেখেন, জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা ১১৪ বছর বয়সে পরলোকে পাড়ি দিলেন।


১১ সন্তান ও ৪১ নাতি নাতনি


২০২২ সালের ৪ ফেব্রুয়ারি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে এই স্বীকৃতি পান জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। তখন তাঁর বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন। পেরেজ মোরার মোট ১১ জন সন্তান। এছাড়াও, রয়েছে নাতি নাতনি। সব মিলিয়ে ৪১ জন নাতি নাতনি পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষটির। শুধু যে নাতি নাতনি রয়েছে তাঁর, তা নয়। নাতি নাতনিরই ছেলেপিলে হয়ে গিয়েছে। তাঁর নাতি নাতনির ১৮ জন ছেলেপিলে। তাদের পরের প্রজন্মে ১২ জন সন্তান রয়েছে। 


পেশায় কৃষক ছিলেন জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা


পেশায় কৃষক ছিলেন জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। তাঁর জন্ম ১৯০৯ সালের ২৭ মে। মোট দশজন সন্তানের নবম সন্তান ছিলেন মোরা। তাঁর জন্ম হয় তাকিরার আন্ডিয়ান রাজ্যের এল কোবরে শহরে। সেখানে টিও ভিসেন্তে নামে পরিচিত ছিলেন তিনি। 


পাঁচ বছর বয়স থেকেই কৃষিকাজ 


পাঁচ বছর বয়স থেকেই কৃষিকাজ করতে শুরু করেন জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। তাঁর বাবা, ঠাকুরদাদের সাহায্য করতেই মাঠে নামতেন। পরের এক সময় মাঠ ও সংসারের হাল তাঁর কাঁধে আসে। গিনিসের একটি সূত্র জানাচ্ছে, আখ ও কফি চাষ করতেন তিনি। পরে তিনি শেরিফ পদমর্যাদায় উন্নীত হন। সেই অবস্থায় তাঁর কাজ ছিল বিভিন্ন জমি সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি করা। পাশাপাশি পারিবারিক বিবাদ মেটানোও তাঁর কাজের অন্তর্গত ছিল।


আরও পড়ুন - Viral Video: কেমোথেরাপির যন্ত্রণা কমাতে রোগীর সঙ্গে নাচ, নার্সের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা