Starbucks Coffee: আজকাল অনলাইনে খাবার (Online Food Delivery) বাড়িতে আনার ব্যাপারে প্রায় সবাই ওয়াকিবহাল। জোম্যাটো (Zomato) হোক সুইগি (Swiggy), প্রায় সকলের স্মার্টফোনেই থাকে এই দুই ফুড ডেলিভারি অ্যাপ (Food Delivery App)। ভাল কিছু খেতে মন চাইলেই কয়েকটা ক্লিকে আপনার বাড়িতে হাজির হবে খাবার। কিন্তু আপনি কি কখনও রেস্তোরাঁ বা ক্যাফেতে বসে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার আনিয়ে খেয়েছেন? সম্প্রতি এই কাণ্ড করেছেন এক যুবক। স্টারবাকসে বসে কফি অর্ডার করেছেন জোম্যাটোর মাধ্যমে। ভাল গুণমানের পাশাপাশি চড়া দামের জন্যেও স্টারবাকসের কফি বিখ্যাত। সাধারণ কফির দামই এই দোকানে ৩০০ থেকে ৪০০ টাকা। কিন্তু জোম্যাটো বা সুইগিতে প্রায়ই স্টারবাকসের কফির দামে বেশ ভাল পরিমাণ অফার পাওয়া যায়। আর আপনি গোল্ড সাবস্ক্রাইবার হলে তো সোনায় সোহাগা। একদম ফ্রি ডেলিভারিও পাওয়া যায়। শুধু খাবারের দামটুকু দিলেই হবে। এই যুবকও বেশ সাশ্রয় করেছেন। 


স্টারবাকসে বসে ক্যাফে থেকে কফি না কিনে জোম্যাটোর মাধ্যমে কফি অর্ডার করে খেয়েছেন তিনি। ৪০০ টাকার কফি পেয়েছেন মাত্র ১৯০ টাকায়। ক্যাফেতেই বসেছিলেন যুবক। জোম্যাটোর ডেলিভারি বয় স্টারবাকসে এসে কাউন্টার থেকে কফি নিয়ে পরিবেশন করেছেন তাঁর টেবিলে। স্টারবাকসের কাউন্টারে লাইন দিয়ে কফি নেওয়ার ঝক্কি পোহাতে হয়নি ওই যুবককে। এই গোটা ঘটনা ট্যুইটারে শেয়ার করেছেন ওই যুবক। তিনি জানিয়েছেন, স্টারবাকসে বসে জোম্যাটোতে ওই আউটলেটের ঠিকানা দিয়ে কফি অর্ডার করেছিলেন তিনি। এরপর জোম্যাটোর ডেলিভারি বয় স্টারবাকসে এসে কাউন্টার থেকে কফি নিয়ে যুবকের টেবিলে পরিবেশন করেছেন। 


সন্দীপ নামের ওই ট্যুইটারিয়ানের ট্যুইট নিমেষে ভাইরাল হয়েছে। একাধিক ইউজার যুবকের কাছে জানতে চেয়েছেন যে এই গোটা ঘটনায় জোম্যাটোর ডেলিভারি বয়ের কী প্রতিক্রিয়া ছিল? জবাবে সন্দীপ জানিয়েছেন, ওই ডেলিভারি বয় আগে থেকেই জানতেন যে গ্রাহকরাএভাবে রেস্তোরাঁয় বসে খাবার অর্ডার করেন। তাই অবাক হননি তিনি। গ্রাহকের কাছে অর্ডার পৌঁছে দিতেও কোনও অসুবিধা হয়নি। মুম্বইয়ের অএক রেস্তোরাঁতেই নাকি এমনটা ঘটে থাকে। এমনকি কিছু জায়গায় খোদ দোকানের মালিকই নাকি গ্রাহককে বলেন অনলাইনে খাবার অর্ডার করতে, ভাল অফার পাওয়া যাবে। সন্দীপ নামের ট্যুইটার ইউজারের ভাইরাল হওয়া ট্যুইটের কমেন্টেই এসে এইসব তথ্য দিয়ে গিয়েছেন অন্যান্য অনেক ইউজার। সন্দীপের এই বুদ্ধি নেটিজেনদের বেশিরভাগেরই মনে ধরেছে। অনেকেই স্টারবাকসে গিয়ে অনলাইনে কফি অর্ডার করার ইচ্ছেও প্রকাশ করেছেন।


আরও পড়ুন- চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?