নয়া দিল্লি: বিয়ের আনন্দে সে কি নাচ! সেই নাচই কাল হল পাত্রের। পাত্রের নাচের বহর দেখে বিয়েই বাতিল করে দিল পাত্রীপক্ষ। বিয়ে করতে এসে হিন্দি গানে পাত্রের এমন উত্তাল নাচ দেখে রেগে অগ্নিশর্মা ছিলেন পাত্রীর বাবা।
নবভারত টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি নাকি ঘটেছিল নয়া দিল্লিতে। সেখানে বরযাত্রী নিয়ে শোভাযাত্রা করতে করতে যাচ্ছিলেন সকলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পাত্র প্রথমে নাচ করতে রাজি হচ্ছিলেন না। সেই সময় তাঁর বন্ধুরা নাচ করার আর্জি জানাতেই থাকে। এরপর বলিউডের জনপ্রিয় গান 'চোলিকে পিছে ক্যায়া হ্যায়' গানটি বাজতে শুরু করে। এরপর আর নিজেকে সামলাতে পারেননি পাত্র। বন্ধু, বরযাত্রীদের সঙ্গে মিলে উদ্দাম নাচ শুরু করে সে।
সূত্রের খবর অনুযায়ী, পর পর বলিউডি গানে উত্তাল নাচ চলতেই থাকে। যার মধ্যমণি হয়েছিলেন পাত্র নিজেই। যারা বিয়েতে উপস্থিত ছিলেন তাঁরাও মজা নিতে শুরু করেন। যদিও এই গোটা বিষয়টিই ভালভাবে নিতে পারেননি পাত্রীর বাবা। তিনি এই ধরনের মানসিকতা ও ব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ হন। শেষমেশ মেয়ের এই বিয়েটাই ভেঙে দেন তিনি। কন্যাপক্ষের এই সিদ্ধান্তে প্রাথমিকভাবে হতচকিত হয়ে পড়ে পাত্রের পরিবার। যদিও পাত্রীর বাবা সাফ জানিয়ে দেন পাত্রের এই ধরনের আচরণ তাঁদের পরিবারের আত্মমর্যাদার বিরুদ্ধে।
এদিকে বিয়ে এভাবে ভেঙে যাওয়ায় কেঁদে ভাসায় পাত্রী। এই দেখে হবু শ্বশুরমশাইকে অনেকবার বোঝানোর চেষ্টা করেন পাত্র। এই নাচ কেবল বিয়ের আনন্দে। সকলের কথা রাখতেই তিনি এ কাজ করেছেন। কিন্তু কন্যার বাবা যেন 'ভাঙবেন তবু মচকাবেন না'। কন্যাপক্ষের তরফে আত্মীয়রা জানান, বিয়ে ভাঙার পরও রেগে অগ্নিশর্মা ছিলেন কন্যার বাবা। ভবিষ্যতে কোনওদিন যাতে পাত্রপক্ষ তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করে তা-ও সাফ জানিয়ে দেন তিনি।
এদিকে এই খবর ও ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে সোশাল মাধ্যমে অনেকেই মেয়ের বাবার সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়েছিল। কেউ কেউ আবার গোটা বিষয়ের মজা উড়িয়েছিল নেট মহলে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল সেই খবর।
ফ্যাক্ট চেক
পরে বিভিন্ন সংবাদমাধ্যম ও ফ্যাক্ট চেকের মাধ্যমে জানা যায়, এই গোটা ভাইরাল নিউজ ও ভিডিওটি আদতে একটি বিজ্ঞাপনী প্রচারের অংশ ছিল। গোটা ঘটনাটিকে নাটকের মতো পরিবেশন করা হয়েছিল। সেই ভিডিওটিই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমেও 'ভাইরাল নিউজ' হিসেবে পরিবেশিত হয়। তবে পরবর্তীতে জানা যায় এই ভাইরাল খবরের নেপথ্য কাহিনী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে