Viral Video: সরীসৃপ প্রজাতির মধ্যে কুমির যে বেশ ভয়ানক এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে ভয়ঙ্কর আক্রমণাত্মক হওয়ার পাশাপাশি কুমির যে খুব শক্তিশালী একথা হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি ট্যুইটারে এমন একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটা শক্ত বেড়া যা কোনও ধাতু দিয়ে তৈরি, লোহারও হতে পারে, সেটা বেঁকিয়ে ভেঙে বেরিয়ে গিয়েছে একটি বেশ বড় আকার আয়তনের কুমির। ভিডিওতে দেখা গিয়েছে, আস্তে আস্তে ওই লোহার শক্ত বেড়ার দিকে এগিয়ে গিয়েছে কুমিরটি। তারপর গায়ের জোরে শুরু হয়েছে বেড়া ভাঙার পালা। মাথা ঢুকিয়ে প্রথমে ওই লোহার গ্রিল জাতীয় জিনিস বেঁকিয়ে দেওয়ার চেষ্টা করেছে কুমিরটি। প্রথমেই সফল হয়নি সে। তবে বারংবারের চেষ্টায় অবশেষে লোহার গ্রিল বেঁকে গিয়ে অনেকটা অংশই ফাঁকা হয়ে গিয়েছে। আর তা দিয়ে অনায়াসেই গলে বেরিয়ে গেছে কুমিরটি। ট্যুইটারের এই ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা। জানা গিয়েছে, এই কাণ্ড ঘটেছে সুদূর ফ্লোরিডায়। প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান যিনি মাঝে মাঝেই ট্যুইটারে দারুণ সব ভিডিও শেয়ার করেন, তিনিও এই ভিডিও শেয়ার করেছেন। ক্রমশ এই ভাইরাল ভিডিওর লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা বাড়ছে। কুমিরের গায়ে যে এত শক্তি রয়েছে তা জানা ছিল না বলে জানিয়েছেন নেটিজেনদের অনেকেই।
দেখে নিন কুমিরের লোহার বেড়া বেঁকিয়ে ভেঙে দেওয়ার ভাইরাল ভিডিও
কুমিরের এরকম আজব কীর্তিকলাপ অবশ্য নতুন কিছু নয়। কয়েকদিন আগে আরও একটি আজব ভিডিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছিল জল থেকে লাফ দিয়ে একটা ড্রোন গিলে খাওয়ার চেষ্টা করছে একটি কুমির। আকার, আয়তনে বেশ বড় ছিল কুমিরটি। লম্বা থাকার কারণে অনায়াসেই প্রায় নাগাল পেয়ে গিয়েছিল ড্রোনটির। ট্যুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে জলের মধ্যে একটু মাথা উঁচু করে রয়েছে কুমিরটি। তার মাথার উপরে উড়ছে একটি ড্রোন। কুমিরটিকে দেখে বোঝাই যাচ্ছে তার নজর রয়েছে ওই ড্রোনের দিকে। অনেকক্ষণ ধরে ওই ড্রোনটিকেই নিশানা করে রেখেছে কুমিরটি। তারপর সুযোগ বুঝেই দিয়েছে একলাফ। প্রায় ড্রোনটি গিলেই নিচ্ছিল কুমিরটি। কিন্তু যিনি ড্রোনটি পরিচালনা করছিলেন তিনি এক নিমেষে ড্রোনটিকে সরিয়ে নিয়েছিলেন। তাই এ যাত্রায় ওই যন্ত্র অক্ষত রয়েছে। নাহলে কুমিরের গ্রাস থেকে কিছুই ফেরানো বেশ মুশকিল। আকার, আয়তনে বেশ বড় ছিল কুমিরটি। লম্বা থাকার কারণে অনায়াসেই প্রায় নাগাল পেয়ে গিয়েছিল ড্রোনটির। কিন্তু হাঁ মুখ করে গিলতে গেলেও, শেষ পর্যন্ত আর কার্যসিদ্ধি হয়নি।
আরও পড়ুন- 'টুরু' নয় 'ট্রু লাভ', সোশাল মিডিয়ায় ভাইরাল বৃদ্ধ দম্পতির ভিডিও দেখে বলছে নেটদুনিয়া