কলকাতা: ছোট ছোট খুদে খুদে চার পা। গোলগাল শরীর। মূলত জলে থাকা এই বিপুলকায় জীবের এতটুকু সংস্করণ। সোশ্যাল ফিডে এখন ছয়লাপ এই প্রাণীর ছবি-ভিডিও। নাম- মু ডেং (Moo Deng)- আদতে একটি পিগমি শিশু জলহস্তি। তাইল্যান্ডের খাও খেউ চিড়িয়াখানায় (Khao Khew) যার জন্ম। এই শিশু পিগমি জলহস্তি এখন নেটদুনিয়ার সেনসেশন।
তাইল্যান্ডের ভাষায় Moo Deng-এর অর্থ গোলগালের কাছাকাছি অর্থ- মোটামুটি কাছের অনুবাদ করলে দাঁড়ায় 'Bouncy Pig'. চিড়িয়াখানার এই অতিথিকে দেখতে এখন ভিড় জমাচ্ছেন পর্যটকরা। চিড়িয়াখানা সূত্রের খবর, জুলাই মাসে জন্ম হয়েছে এই জলহস্তি শাবকের। তারপর থেকে চিড়িয়াখানায় দর্শকসংখ্যা একধাক্কায় দ্বিগুণ হয়েছে।
তবে চিড়িয়াখানায় আসা দর্শকদের প্রতি একটি আবেদন করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দর্শকদের মধ্যে অনেকেই না কি এই ছোট্ট প্রাণীটিকে বিরক্ত করছেন। কেই ঘুম থেকে জাগানোর জন্য জল ছুড়ছেন, কেউ আবার শেলফিস জাতীয় জিনিস ছুড়ে মারছেন। এমন ঘটনা যাতে না ঘটানো হয় তার জন্য আবেদন করেছেন। এই অপরাধ কমানোর জন্য ওই জলহস্তির এনক্লোজারের আশেপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলেও জানানো হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে।
এই প্রাণীটি পিগমি জলহস্তি- একে Dwarf Hippos-ও বলে। পশ্চিম আফ্রিকার বাসিন্দা। IUCN-এর তরফে একে 'endangered' তকমা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে সারা বিশ্বে ৩০০০-এরও কম রয়েছে এই প্রজাতির জলহস্তি।
Khao Kheow একটি খোলা চিড়িয়াখানা (Open Zoo)। ব্যাংককের ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে এই চিড়িয়াখানা। এই খানেই জন্ম হয়েছে mee dong-এর। একে দেখতে দর্শক যেমন উপচে পড়ছে তেমনই একে নিয়ে শুরু হয়েছে ব্যবসাও। দর্শকদের আগ্রহ কাজে লাগিয়ে শুরু হয়েছে মার্চেন্ডাইস বিক্রি। চিড়িয়াখানায় এবং অনলাইনে বিক্রি হচ্ছে সেইসব সামগ্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।