মায়ানমার: মায়ানমারে কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ ভূমিকম্প দেখা দিয়েছিল। রিখটার স্কেলে ৭.৭ তীব্রতার এই ভূমিকম্পে প্রাণ হারান ৩৫০০ মানুষ। এই ঘটনার কয়েক সপ্তাহ পরে মায়ানমারের (Myanmar News) এক জ্যোতিষী গ্রেফতার হন। আবার মায়ানমারে ভূমিকম্প (Earthquake Prediction) হবে এই পূর্বাভাস দিয়ে মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছিলেন তিনি। আর তাই এই ভুয়ো আতঙ্ক ছড়ানোর অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়।

৯ এপ্রিল মায়ানমারের জন মো থি নামের এক জ্যোতিষী টিকটকে একটি ভিডিয়ো শেয়ার করেন যেখানে তিনি দাবি করেন যে আগামী দিনে আরও বড় ভূমিকম্পে কেঁপে উঠবে মায়ানমারের প্রতিটি শহর। তিনি জানিয়েছিলেন যে ২১ এপ্রিল এই ভূমিকম্প হবে। এই ভিডিয়োতে দেখা যায়, সেই জ্যোতিষী সমস্ত মানুষকে বাড়ি-ঘর ছেড়ে দেওয়ার কথা বলছেন, ফাঁকা করে দেওয়ার কথা বলছেন। এমনকী তাদের জরুরি সমস্ত জিনিসপত্র নিয়ে কাঁপুনি অনুভব করা মাত্র যেন তারা বাড়ি-ঘর ছেড়ে চলে যান।

আর এই ভিডিয়ো তুমুল ভাইরাল হয়ে যায়। ফলে মানুষের মনে অহেতুক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করেন। সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টির জন্য ভুয়ো বিবৃতি দেওয়ার অপরাধেই জ্যোতিষী জন মো কে গ্রেফতার করে পুলিশ। এমনটাই জানা গিয়েছে মায়ানমারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে। তাঁর টিকটক অ্যাকাউন্ট বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে, যদিও এর আগে সেই অ্যাকাউন্টে ৩ লক্ষ অনুগামী ছিল। তিনি এই অ্যাকাউন্টে হস্তরেখা এবং জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে পূর্বাভাস দিতেন নানা বিষয়ে।

এই বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, 'একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছিল মায়ানমারে ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে, সেই চক্রের মাথাকে আটক করা হয়েছে। আইন অনুসারে তাঁর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এমন ব্যক্তি যারা এরকম ভুয়ো খবর ছড়িয়ে থাকেন বা শেয়ার করে থাকেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে'।

সিসমোলজিস্ট ও বিশেষজ্ঞদের মতে, যেহেতু ভূমিকম্প অনেক কিছু জটিল ফ্যাক্টরের উপর নির্ভর করে, ফলে এটি কোনোভাবেই পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। এই জ্যোতিষীর পূর্বাভাস শুনে বহু মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে ২১ এপ্রিল বাইরে ক্যাম্প করে ছিলেন। ইয়াঙ্গনের এক বাসিন্দা এমনটাই জানিয়েছেন। মধ্য মায়ানমারের স্যাগেইং-য়ে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছিল এই জন মো থি নামের জ্যোতিষীকে।

তথ্যসূত্র: বিবিসি