নাসিক: নাসিকের এক স্কুলে হুলুস্থুল কাণ্ড। স্কুলের অধ্যক্ষ কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই পড়ুয়াদের ব্যাগ চেক করা শুরু করতেই (Nashik School) বিপত্তি। খুদে পড়ুয়াদের ব্যাগ থেকে বেরোল কন্ডোম, ছুরি, তাস, সাইকেলের চেন সহ আরও কত কি ! চক্ষু চড়কগাছ (School Bag) অধ্যক্ষের। আর এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল শোরগোল।

এক্স হ্যান্ডলে এই ভিডিয়ো পোস্ট করে রাজ মাজি নামের এক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, 'একটা আশ্চর্যকর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। ইগতপুরী তালুকের ঘোটি এলাকার একটি বেসরকারি স্কুলে পড়ুয়াদের ব্যাগে আপত্তিকর জিনিস খুঁজে পান শিক্ষকরা। এর মধ্যে রয়েছে ছুরি, তাস, কন্ডোম এবং সাইকেলের চেনও !'

এই পোস্টে ব্যবহারকারী ক্যাপশনে আরও লেখেন, 'কিছু কিছু ছাত্রকে তাদের আপত্তিকর চুলকাটার ধরনের জন্য শাস্তি দেওয়া হয়েছিল সেই স্কুলে। তারপরেই শিক্ষকরা তাদের ব্যাগ সার্চ করার সিদ্ধান্ত নেন। আর এই ব্যাগ তল্লাশি করতে গিয়েই মেলে আপত্তিকর সব জিনিস। আর এই ঘটনাতেই টনক নড়েছে শিক্ষক ও অভিভাবকদের। শিক্ষকদের এই হঠাৎ তল্লাশিতেই সম্পূর্ণ ঘটনা প্রকাশ্যে এসেছে। আর পড়ুয়াদের স্কুলব্যাগে যা যা জিনিস পাওয়া গিয়েছে তাতে তাদের নিরাপত্তা ও সুস্থ মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে'।

এই ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে পড়ুয়াদের ব্যাগ থেকে যা যা পাওয়া গিয়েছিল তা একটা টেবিলের উপরে রাখা হয়েছে। তামার নাক্‌ল পাওয়া গিয়েছে যা মূলত মারপিটের সময় অনেকে ব্যবহার করেন অন্যকে আঘাত করতে। এক প্যাকেট কন্ডোমও পাওয়া গিয়েছে ব্যাগ থেকে, তার সঙ্গে রয়েছে একটা ছুরি, একটা চেন এবং এক প্যাকেট পোকেমন কার্ড।

অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়াদের ব্যাগ থেকেই এই জিনিসগুলি মিলেছে। আবার স্কুলের বেশ কিছু শিক্ষক জানিয়েছেন যে অনেকের ব্যাগ থেকে মাদকদ্রব্য পাওয়া গিয়েছে। এমনকী অনেকে শিক্ষক এও অভিযোগ করেছেন যে তাদের বহুদিন থেকেই সন্দেহ ছিল যে স্কুল চত্বরের মধ্যেই পড়ুয়ারা মাদকদ্রব্য সেবন করেছে। শুধু এই স্কুলেই নয়, শহরের বেশ কয়েকটি স্কুলে একইসঙ্গে পড়ুয়াদের স্কুলব্যাগ তল্লাশি চালানো হয়েছে। অনেকেই অভিযোগ করেছিলেন যে পড়ুয়ারা স্কুলব্যাগে মোবাইল নিয়ে যাচ্ছেন। আর তাই এই হঠাৎ তল্লাশি চালিয়েছিলেন নাসিকের বেসরকারি স্কুলের অধ্যক্ষ। আর তারপরেই পাওয়া যায় এই আপত্তিকর জিনিসগুলি।