নয়াদিল্লি: বয়স যত বাড়ে, তত বেশি ব্যক্তি এবং বস্তুনির্ভর হয়ে পড়ি আমরা। দৈনন্দিন কাজকর্ম থেকে হাঁটাচলা নিয়েও সমস্যায় পড়তে হয়। এমনকি খাবার চিবোতেও প্রয়োজন পড়ে বাঁধানো দাঁতের। সেই বাঁধানো দাঁত মৃত্যু ডেকে আনতে পারে বলে কখনও মনে হয়নি কখনও। কিন্তু বাঁধানো দাঁতই মৃত্যু ডেকে আনল এক বৃদ্ধার। (Dentures Choke Woman to Death)

তাইল্যান্ড থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার নান প্রদেশে বেঘোরে প্রাণ হারিয়েছেন ৬৭ বছর বয়সি এক মহিলা। স্থানীয় বাজারে একটি স্টল চালাতেন তিনি। সেখানে হঠাৎই অজ্ঞান হয়ে যান। পরে জানা যায়, বাঁধানো দাঁত খুলে গলায় ঢুকে গিয়েছিল। শ্বাস আটকেই মারা যান তিনি। (Viral News)

স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, ৬৭ বছর বয়সি Moi নান প্রদেশের মুয়াং জেলার বাসিন্দা। ৩১ মার্চ স্থানীয় ভেন্ডর মার্কেটে নিজের স্টলে ছিলেন তিনি। কাজকর্মের ফাঁকে স্টল থেকে বেরিয়ে টয়লেটে যাচ্ছিলেন। সেই সময় নিজের স্টলের সামনেই হঠাৎ অজ্ঞান হয়ে যান।

উচ্চ রক্তচাপের সমস্যা ছিল Moi-এর।  তাই হয়ত অজ্ঞান হয়ে গিয়েছেন বলে গোড়ায় ভেবেছিলেন সকলে। Moi-য়ের জ্ঞান ফেরানোর চেষ্টাও চলে। কিন্তু তাতেও চোখ মেলে তাকাননি Moi. এতে প্য়ারামেডিক্সের দল এসে পৌঁছয়। CPR দেওয়া হয় Moi-কে। কিন্তু কিছুতেই কিছু হয়নি। 

এর পর ভাল করে Moi-কে পরীক্ষা করতে গিয়ে বোঝা যায়, মুখে বসানো বাঁধানো দাঁতের পাটি গলায় ঢুকে গিয়েছে তাঁর। প্যারামেডিক্সের দল সেটি বের করে আনার চেষ্টাও করে। কিন্তু সেটি বেরোয়নি। তাতে হাসপাতালে পাঠানো হয় Moi-কে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি বাঁধানো দাঁত ব্যবহার না করার পরামর্শও দিচ্ছেন অনেকে। নির্দিষ্ট সময় অন্তর বাঁধানো দাঁত পরীক্ষা করে দেখার পরামর্শও দেওয়া হচ্ছে। এই প্রথম যদিও তাইল্যান্ডে বাঁধানো দাঁত গলায় কারও গলায় আটকালনা। গত বছর সেপ্টেম্বরেও এমন ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত এক শিক্ষকের গলায় ঢুকে যাওয়ার উপক্রম হয় তাঁর বাঁধানো দাঁত। তাঁর গলা থেকে যদিও বাঁধানো দাঁত বের করে আনতে সফল হন চিকিৎসকরা।

২০২১ সালে ভারতের চেন্নাইয়েও একই ঘটনা ঘটে। জলপানের সময় তিনটি বাঁধানো দাঁত গলায় চলে যায় ৪৩ বছর বয়সি এক মহিলার। হাসপাতালে নিয়ে যেতে যেতেই মারা যান তিনি।