কলকাতা : ভারতের জীববৈচিত্র বরাবরই বিজ্ঞানীদের কাছে বিস্ময়ের। সেই বিস্ময়ে আরেক নতুন চমক। উত্তর-পূর্বের কুয়াশাঘেরা অরণ্যে, নতুন এক প্রজাতির পতঙ্গ আবিষ্কার করলেন বাঙালি গবেষক। 

 

মেঘালয়ের রী ভোই জেলার একটুকরো জঙ্গল। গারো পাহাড় ঘেঁষা সেই অরণ্যেই মিলেছে এই নতুন প্রজাতির খোঁজ। চোখ ধাঁধানো তার ডানার কারুকাজ। দীর্ঘদিন ধরে মেঘালয়ের জঙ্গলে গবেষণা করছেন গবেষক বিবেক সরকার। জঙ্গলে ঘুরতে ঘুরতে যখন কয়েকবছর আগে এই পতঙ্গের তিনি দেখা পান, তখনও ভাবতে পারেননি, যে এই আবিষ্কার ভারতে জীববৈচিত্র গবেষণার নতুন অধ্যায় খুলে দেবে। বিবেকের পর, এই পতঙ্গটিকে আরেক জায়গায় দেখতে পান আরেকজন গবেষকও। দীর্ঘসময় ধরে পর্যবেক্ষণের পর, সম্প্রতি তাঁরা বুঝতে পারেন যে, চেনাজানা কোনও প্রজাতির সঙ্গে এই পতঙ্গের কোনও মিল নেই। ভারতে এই পতঙ্গের উপস্থিতি আগে কোনওদিন দেখা যায়নি।  তবে এই ধরণের পতঙ্গের উপস্থিতি আগেও লক্ষ্য করা গেছে। একটানা ঘণ্টাধ্বনির মতো শব্দ করতে পারে এই পতঙ্গ। তাই উত্তরবঙ্গে এদের 'ঘণ্টিপোকা' বলে ডাকেন স্থানীয়রা। এবার এই গোষ্ঠীরই নতুন সদস্যের খোঁজ মিলল মেঘালয়ের জঙ্গলে।



 

ডানায় রঙবাহারের জন্য, এই গোষ্ঠীর পতঙ্গদের ডাকা হয় 'বাটারফ্লাই সিকাডা' নামে।  নতুন এই পতঙ্গের বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে, 'বেকোয়ার্টিনা বাইকালার '। একই পতঙ্গের দুরকম রূপ আবিষ্কার করেছেন গবেষকরা। তাঁর নতুন আবিষ্কারে উচ্ছ্বসিত কোচবিহারের বাসিন্দা বিবেক। এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, "উত্তর-পূর্বের জঙ্গল সবসময়ই আমাদের অবাক করে। জঙ্গলের কোনও বাঁকে যে কোন রহস্য লুকিয়ে রয়েছে, সেটা কেউ জানে না। এই নতুন প্রজাতির আবিষ্কার আমাদের বিবর্তনের এক অজানা গল্প বলে। হয়তো ভবিষ্যতে এর থেকে উঠে আসবে আরও চমকে দেওয়া তথ্য।"  

 


 



 

মেঘালয়ের জঙ্গলে বাস করে ঘণ্টিপোকা বা সিকাডাদের অজস্র প্রজাতি। স্থানীয়দের সংস্কৃতির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সিকাডাদের মায়াবি শব্দ। কিন্তু দ্রুতহারে জঙ্গল ধ্বংসের কারণে বিপন্নতার মুখে দাঁড়িয়ে তারা। নতুন এই আবিষ্কার অরণ্য সংরক্ষণে সহায়ক হবে বলে গবেষকদের আশা। দ্রুত এই এলাকায় আরও বৈজ্ঞানিক অনুসন্ধান চালানো উচিত বলে মনে করেন তাঁরা। মেঘালয়ের জঙ্গলে রাতের পর রাত ঘুরে সিকাডাদের শব্দ রেকর্ড করেছেন বিবেক। তাঁর কথায়, "প্রকৃতির এই অর্কেস্ট্রা বেজে চলেছে লক্ষ লক্ষ বছর ধরে। এখন আমাদের ওপর নির্ভর করছে, যে এই সুরে ভবিষ্যত প্রজন্মও যাতে আচ্ছন্ন হতে পারে, সে জন্য সচেতন হওয়া।"

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।