New Map On Nepal’s 100 Rupee Note: সীমান্তের তিনটি স্থান নিয়ে ভারতের সঙ্গে নেপালের বিতর্ক রয়েছে। কিন্তু এর মধ্যেই এক তরফা সিদ্ধান্ত নিল নেপাল। লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানিকে নিজের এলাকাভুক্ত করল তাঁরা। সম্প্রতি ১০০ নেপালি টাকার নোটে এই অঞ্চলগুলির মানচিত্র বদলে ফেলতে চলেছে নেপাল সরকার। ঘোষিতভাবে অঞ্চলগুলিকে নিজের দেশের অন্তর্ভুক্ত করল নেপাল। ১০০ নেপালি টাকার উপর আঁকা রয়েছে একটি মানচিত্র। এই মানচিত্রই এবার বদলে ফেলা হবে। নতুন মানচিত্র দেখা যাবে নেপালের। সেখানে অন্তর্ভুক্ত থাকবে তিনটি বিতর্কিত এলাকা —লিপুলেখ, লিম্মিয়াধুরা ও কালাপানি। প্রসঙ্গত এই তিনটি অঞ্চলকে ইতিমধ্যেই ভারত কৃত্রিমভাবে বর্ধিত (আর্টফিশিয়াল এনলার্জমেন্ট) ও অসমর্থনযোগ্য বলে জানিয়েছে।
কী সিদ্ধান্ত নেপালে ?
নেপাল সরকারের মুখপাত্র রেখা পাত্র সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ডের নেতৃত্ব মন্ত্রিসভার একটি বৈঠক হয়। সেই বৈঠকেই নতুন মানচিত্র নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে নেপালের মধ্যে। এর ভিত্তিতে খুব শিগগিরই বদল আসবে ১০০ নেপালি টাকার নোটে। ওই নোটগুলি নতুন করে ছাপা হবে বলে জানিয়েছে নেপাল সরকারের মুখপাত্র রেখা শর্মা।
কী বললেন নেপাল সরকারের মুখপাত্র ?
এই দিন সাংবাদিক সম্মেলনে রেখা শর্মা বলেন, ক্যাবিনেট বৈঠকে ১০০ নেপালি টাকার নতুন নকশাকে স্বীকৃতি জানানো হয়েছে। পাশাপাশি পুরনো মানচিত্রকে বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৫ এপ্রিল ও ২ মে-র ক্যাবিনেট বৈঠকে। প্রসঙ্গত, রেখা শর্মা তথ্য ও সংস্কৃতি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রীও।
২০২০ সালেই আপত্তি
২০২০ সালেই আপত্তি তুলেছিল ভারত। সেই সময় নেপাল নিজেদের রাজনৈতিক মানচিত্র তৈরির কাজ শেষ করে। ওই মানচিত্র অনুযায়ী, লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি নেপালের অন্তর্গত ছিল। কিন্তু এই মানচিত্রের গড়ন নিয়ে তখনই আপত্তি জানায় ভারত। একে অনৈতিক ও কৃত্রিমভাবে বর্ধিত অংশ বলে উল্লেখ করে। কিন্তু ভারতের সেই আপত্তিকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিল নেপাল। সাম্প্রতিককালে নোট ছাপানোর পদক্ষেপ অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। প্রসঙ্গত, ভারতের সঙ্গে নেপালের মোট সীমানা ১৮৫০ কিমি দীর্ঘ। সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড জুড়ে রয়েছে এই সীমানা।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Rajasthan News: প্রেম করে বিয়ের ‘অপরাধে’ নাক কাটা গেল যুবকের