Swiggy Order: দেশজুড়ে যেভাবে অনলাইন ফুড অর্ডার সার্ভিসের চাহিদা বেড়ে চলেছে, সেখানে সুইগি জোমাটোর মত সংস্থাগুলির ব্যবসা ফুলে ফেঁপে উঠছে। কিছুদিন আগেই সুইগির একটি বার্ষিক পরিসংখ্যানে দেখা গিয়েছিল দেশের মানুষ প্রায় ৪২ লক্ষ টাকার বিরিয়ানি অর্ডার করেছে সুইগিতে (Swiggy)। আর এই ডেলিভারি অ্যাপের নাম করে এবার অনলাইন জালিয়াতির ফাঁদও, সুইগির নাম করে মোবাইলে এল একটি মেসেজ, আর তারপরেই এক নিমেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উড়ে গেল ৩৮ হাজার টাকা! কিন্তু কীভাবে ? 


আদপে কী ঘটেছিল?


বেঙ্গালুরুর এক সেলস এক্সিকিউটিভ চন্নকেশভা কেএস-এর সঙ্গেই ঘটেছে এমন ঘটনা। 'লেজি পে' নামে একটি অ্যাপ সেই ব্যক্তির ফোনে আগে থেকেই ইনস্টল করা ছিল। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, লেজি পে হল একটি ঋণদানকারী সংস্থা। হঠাৎ করেই একদিন সুইগির তরফ থেকে একটি ফোন কল পান চন্নকেশভ, সেই ফোনে তাঁকে বলা হয় যে সুইগিতে তাঁর অ্যাকাউন্ট থেকে একটি অর্ডার করা হয়েছে, তা যাচাই করার জন্য একটি ওটিপি বলতে হবে। ফোনের সঙ্গে সঙ্গেই চারবার তাঁর ফোনে ওটিপি ঢোকে। অথচ ফোনের ওপারের ব্যক্তি কোনওভাবেই খাবারের অর্ডারের প্রসঙ্গ তোলেননি। ঘটনা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে তিনি তাঁর সুইগি অ্যাকাউন্ট লগ আউট করে দিতে চাইলে তখনই লক্ষ করেন ইতিমধ্যেই তাঁর লেজি পে লোন অ্যাকাউন্ট থেকে ৩৮ হাজার ৭২০ টাকা জালিয়াতি (Online Scam) করে তুলে নেওয়া হয়েছে।


কী পদক্ষেপ করেন সেই ব্যক্তি?


এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেন চন্নকেশভা। থানায় প্রমাণ হিসেবে সুইগি অ্যাকাউন্টের লেনদেনের খতিয়ান চাওয়া হলে, তিনি লগ ইন করতে গিয়ে দেখেন তাঁর সব হিস্ট্রি মুছে দেওয়া হয়েছে। ফলে কোনও তথ্যই আর পাওয়া যায়নি। সুইগিকে (Swiggy) এবং লেজি পে (Lazy Pay) সংস্থাকে এই ঘটনার ব্যাপারে জানানো হলে তাঁরা সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার ব্যবস্থা করেন এবং কীভাবে এই লেনদেন হল তার খোঁজ নেওয়ার চেষ্টা চলতে থাকে। তদন্ত চলছে।


আরও পড়ুন: AI Risk Factors and Solutions: AI ব্যবহার করে দেশে আরও বড় সাইবার অপরাধ ২০২৪-এ ? ভয় ধরাচ্ছে রিপোর্ট


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।