IAS Success Story: এ কোনও রূপকথার গল্প নয়। ইতিহাস বলছে বৈদ্যুতিক আলোর আবিষ্কারক এডিসন নাকি ১০০ বারের চেষ্টায় সফল হয়েছিলেন। এ কাহিনি অনেকটা তেমনই। লক্ষ্যে অবিচল থেকে অদম্য জেদে সাফল্য (Success Story) পেয়েছেন ভারতের এই তরুণ। বিস্ময় তরুণ! একবার, দুবার নয় মোট ৩৫ বার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অকৃতকার্য হয়েও দমে যাননি তিনি। চেষ্টা চালিয়ে গিয়েছেন। তাঁকে যে সফল হতেই হত। আর অদম্য জেদে সেই সফলতার দৃষ্টান্ত তৈরি করলেন বিজয় বর্ধন (Vijay Wardhan)। ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে এখন তিনি সফল আইএএস অফিসার। ব্যর্থতা যে আসলে সাফল্যেরই অংশ, সেকথা প্রমাণ করেছেন বিজয়।


কেমন ছিল বিজয়ের শুরুর দিনগুলো?


২০২১ সালের ব্যাচের ছাত্র ছিলেন বিজয় বর্ধন। হরিয়ানার সিরসায় স্কুলজীবন শেষ করে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেন তিনি, তারপর সেই পড়া শেষ করে UPSC-র প্রস্তুতি নিতে চলে যান দিল্লিতে। স্বপ্ন ছিল দেশের অন্যতম কঠিন এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়ে IAS বা IPS হবেন তিনি। স্বপ্নের জন্য দৌড় শুরু হল বিজয়ের (Vijay Wardhan)। কিন্তু প্রস্তুতিতে কোনও খামতি না রাখলেও সেই সময় পরপর ৩৫টি পরীক্ষায় ব্যর্থ হন বিজয়।


বারংবার চেষ্টা, ব্যর্থতা, আবার চেষ্টা


২০১৪ সালে প্রথমবার UPSC সিভিল সার্ভিসে বসেন বিজয়। সেবার প্রিলিমসই পাশ করতে পারেননি তিনি। এর পর আরও চারবার এই পরীক্ষা দেন তিনি। তবে সফল হননি একবারও। হরিয়ানা পিসিএস, এসএসসি, সিজিএল নানা পরীক্ষায় সাফল্য আসেনি, তবু হতাশায় ডুবে না গিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যান বিজয়। ২০১৮-য় আসে প্রথম সাফল্য (Success Story) । UPSC-র মেধা তালিকায় ১০৪ নম্বরে জায়গা পান তিনি। ফলে IPS অফিসার হিসেবে কাজে যোগ দেওয়ার সুযোগ হয় তাঁর।


সফল IAS বিজয়


কিন্তু পুলিশ আধিকারিকের এই চাকরি তাঁর খুব একটা ভাল লাগেনি। তাই এবার শুরু হল আরও বড় লক্ষ্যের দিকে যাত্রা। IAS হওয়ার জন্য ২০২১ সালে ফের একবার পরীক্ষা দেন তিনি। মুখ ফেরায়নি ভাগ্য। সাফল্য এল। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের অন্যতম সফল IAS অফিসারের মর্যাদায় ভূষিত হন হরিয়ানার বিজয় বর্ধন (Vijay Wardhan)।


এক সাক্ষাৎকারে বিজয় সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানান, 'আত্মবিশ্বাস হল সবার আগে। এটাই সাফল্যের মূলমন্ত্র। তার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি অবলম্বন করে চলা আর পুরনো ঘটনা থেকে অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমেই সাফল্য আসে। অনেকেই দু-তিনবার চেষ্টা করেই দমে যান। ব্যর্থতা এলেই দ্রুত হাঁপিয়ে যান তাঁরা। আমি সেটা করিনি।'


বিজয়ের অদম্য জেদ, লক্ষ্যে অবিচল থাকার মন্ত্র দেশের সমস্ত সিভিল সার্ভিস উৎসাহীদের প্রাণিত করবে। সাফল্যের (Success Story)  পিছনে যে নিষ্ঠা এবং অবিরাম প্রয়াস লুকিয়ে থাকে তার দৃষ্টান্ত দিয়েছেন বিজয় বর্ধন। তাই ভাগ্য মুখ ফিরিয়ে নেয়নি তাঁর দিক থেকে। সফল IAS হয়ে এখন বিজয় বর্ধন অন্যতম সাকসেস আইকন।


আরও পড়ুন: Success Story: বিদ্রুপ, প্রত্যাখ্যান, আত্মহত্যার চেষ্টা ! সব অন্ধকার কাটিয়ে অদম্য জেদে সফল রাধিকা গুপ্তা


Education Loan Information:

Calculate Education Loan EMI