কলকাতা: অপটিকাল ইলিউশন (Optical Illusion) নার্ভের (Nerve) চিকিৎসার বিশেষজ্ঞরা বলেন, আমাদের মস্কিষ্কে (Brain) যে অপূর্ণ বাস্তবতার নকশা তৈরি হয় তাই-ই হল অপটিকাল ইলিউশন। বলা হয় যে দেখা মানে বিশ্বাস করা, কিন্তু আসলে, আপনি যা দেখেন এবং আপনি যা দেখছেন তা ভিন্ন জিনিস। অপটিক্যাল বিভ্রম এর জন্য দায়ী।                                         


দ্য সান-এ প্রকাশিত ছবিতে হলুদ মুরগির মধ্যে হলুদ লেবু খুঁজে পেতে নাজেহাল অনেকেই। এই ছবিতে ৫টি লুকানো লেবু খুঁজে পাওয়া রীতিমতো  চ্যালেঞ্জের। আপনি যদি মনে করেন আপনার চোখ অত্যন্ত তীক্ষ্ণ, তাহলে কয়েক মিনিট সময় নিয়ে লুকিয়ে থাকা পাঁচটি লেবু খুঁজে বের করার চেষ্টা করুন।                                                                              


প্রসঙ্গত, ইন্টারনেটে এখন অপটিকাল ইলিউশন অত্যন্ত জনপ্রিয় বিষয়। সময় এলেই সকলেই ছবির ধাঁধার উত্তর খুঁজতে বসে যান। গবেষকরা বলছেন, এর প্রভাব কিন্তু আদতে ভালই। এই অপটিকাল ইলিউশন দেখলে চোখ ও মাথা দুইই ভাল থাকে। নিজের কর্মক্ষমতাও অনেকটা বৃদ্ধি পায়। তবে এই ধরনের অপটিকাল ইলিউশন কিন্তু বাস্তবে থাকে না। এগুলি সবটাই বানানো হয়ে থাকে। একাধিকের ওপর এই সমীক্ষা করা হয়েছে।                   


এই অপটিক্যাল বিভ্রম তৈরি করেছেন কার্টুনিস্ট জারজেলি ডুডাস, যিনি ডুডলফ নামে পরিচিত। কার্টুনিস্ট এমন চিত্র হামেশাই তৈরি করেন। অনেকেই সেই ছবি দেখে তাঁর সমাধানে ব্যস্ত থাকেন।           




এই ছবিতে পাঁচটি লেবু দেখতে মুরগির মতোই। কিন্তু কিছু মুরগি ক্যাপ এবং স্কার্ফ পরিহিত হওয়ায় চ্যালেঞ্জটি আরও কঠিন হয়ে ওঠে।