কলকাতা: ছবির ধাঁধা নিয়ে সময় কাটাতে অনেকেই ভালোবাসেন। নতুন নতুন এমন ছবির ধাঁধা বা অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খোঁজ চালাতেও দেখা যায় উৎসাহী ব্যক্তিদের। একটি ধাঁধা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় যে কীভাবে বেরিয়ে যায় তা অনেকেই বুঝে উঠতে পারেন না। মস্তিষ্ক (Brain) ও দৃষ্টির (Eye Sight) সর্বোত্তম ব্যবহার করেও অনেক সময় সেই ধাঁধার উত্তর পাওয়া সম্ভব হয় না। আবার অনেকেই সহজেই খুঁজে নেন সেই উত্তর। সুডোকু (Sudoku) বা শব্দছক করার নেশার মতই এখন মানুষ এই অপটিক্যাল ইলিউশনের দিকে ঝুঁকছেন।
যেমন এই ছবিটি। এই অপটিক্যাল ইলিউশনে মহিলার নাকের লাল বিন্দুর দিকে ১৫ থেকে ৩০ সেকেন্ডের জন্য একদৃষ্টিতে তাকান। তারপরে যে কোনও ফাঁকা দেওয়ালের দিকে বা সিলিংয়ের তাকান। ব্যস আপনার সামনে হাজির ওই মহিলার মুখ। হাস্যরসে বলাই যায় যে, রীতিমতো চোখে হারাবেন এই মহিলাকে!
আরও পড়ুন, কাঠের টুকরোর মধ্যেই লুকিয়ে রয়েছে বিড়াল? দেখতে পেয়েছেন আপনি?
বেশ কিছুক্ষণ কোনও ফাঁকা পটে তাকালেই এই মহিলার ছবিটিই দেখতে পাবেন আপনি। এখন প্রশ্ন উঠতেই পারে যে কেন এমনটা হচ্ছে? মস্তিষ্ককে কিছু সময়ের জন্য কোনও নির্দিষ্ট বিষয়ে মনোনিবেশ করার জন্য তৈরি করা হয়, তাহলে আমাদের মস্তিষ্ক বিভ্রম তৈরি করে। নেগেটিভ আফটার ইমেজ হল তেমনই একটি বিশেষ বিভ্রম। আমাদের মস্তিষ্কের এই বিভ্রম অনেকটা ম্যাজিকের মতো। দৃষ্টি বিভ্রমকে কাজে লাগিয়ে নানান আশ্চর্যজনক ম্যাজিকের খেলা দেখান অনেকেই।
নেগেটিভ ছবি থেকে আসল রঙিন ছবিটিই ভেসে উঠবে চোখের সামনে। আসলে উপরের ছবিটি নীচের ছবির একটি নেগেটিভ ইমেজ ছাড়া আর কিছুই নয়। আপনার মনকে কেন্দ্রীভূত করার জন্য একটি রেফারেন্স পয়েন্ট রাখতে নাকে ওই বিশেষ বিন্দুটি যোগ করা হয়েছে।