কলকাতা: অপটিকাল ইলিউশন (Optical Illusion) আমাদের চতুর্দিকে হয়ে থাকে। নিজেরাই সেগুলির উত্তর খুঁজে বের করি আমরা। চোখ (Eye) এবং মাথা (Brain) দুটোকেই চ্যালেঞ্জ (Challange) জানান যায় এই ধরনের দৃষ্টিভ্রমের মাধ্যমে৷ এমন অনেক কিছু দেখি যার আদতে বাস্তবে কোনও অস্তিত্ব নেই। এর মধ্যে অনেক ইলিউশন বেশ মজার, অনেকগুলি আবার মাথা খারাপ হয়ে যাওয়া। সম্প্রতি যেমন এই অপটিকাল ইলিউশনটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। নেটিজেনদের (Netizen) মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
এই ছবি থেকে উত্তর খুঁজে পাওয়া মোটেও সহজ বিষয় নয়। এই ছবিতে লুকিয়ে রয়েছে এক ব্যক্তিত্ব। তাঁকে নিয়েই এই থ্রিডি অপটিকাল ইলিউশনটি বানানো হয়েছে। লন্ডনের গোল্ডস্মিত বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট ড: গুস্তাভ কুন একটি রিপোর্টে বলেছেন, এই ভিজ্যুয়াল পাজল দেখে উত্তর দেওয়া মস্তিষ্কের জন্য ভাল। কীভাবে তথ্য বিশ্লেষণ করছে মস্তিষ্ক তা বুঝতে পারা যায়।
তিনি এও বলেন, "আমাদের চোখ সবসময়ই একাধিক তথ্য সংগ্রহ করে থাকে৷ সেখানে নানা তথ্য মিলে মিশে থাকে। সেই তথ্য থেকে সঠিক তথ্য বের করার কাজটি করে আমাদের মস্তিষ্ক। " অপটিকাল ইমেজ আমাদের কাছে মজার বিষয় হলেও চিকিৎসা ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে অনেকটাই। শুধু মাথা নয় আমাদের মনের মধ্যেও কী চলছে তা বুঝতে সাহায্য করে।
আরও পড়ুন, ছবিতে সবচেয়ে লম্বা সেনা কোন জন? সঠিক উত্তর দিতে পারবেন?
এই ছবিটি তেমনই একটি উদাহরণ। এক ঝলকে দেখে অনেকেই ছবি থেকে উত্তর দিতে পারেননি।
সাইকোলজিস্টের কথায়, "ভিজুয়াল ইলিউশন বেশ কিছু ভুল জিনিসে মনোনিবেশ করায়। এর মধ্যে স্নায়ুকোষেরও ভূমিকা রয়েছে কিছুটা। কী দেখছি, কেন দেখছি সেই ক্ষেত্রটি বিচার করে থাকে।"