কলকাতা: আমাদের মস্তিষ্ক কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তর গবেষণা চলছে। চোখ যা দেখে সেটা কীভাবে বিশ্লেষণ করে মস্তিষ্ক? সেটা নিয়ে নানাভাবে গবেষণা চলছে। অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) একধরনের ধাঁধা। এমন একটি ছবি যেখানে লুকিয়ে রয়েছে একাধিক ধরনের ছবি। এ যেন এক প্রশ্নের নানা উত্তর। সোশ্যাল মিডিয়ায় (Social media) প্রায়শই দেখা যায় এমন কিছু ছবি, যা নিয়ে মেতে ওঠেন অনেকেই।
এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) যে ছবিটি নিয়ে সেটি এঁকেছেন শিল্পী ওলেগ শুপলিয়াক (Oleg Shupliak)। বিভিন্ন প্রাণী, ব্যক্তির মুখাবয়বের উপর ভিত্তি করে শিল্পকর্ম তৈরির জন্য বিখ্যাত এই শিল্পী। কোনও ব্যক্তির মনের গভীরে কী লুকিয়ে রয়েছে, কোনও গোপন ভয় রয়েছে কিনা। প্রেম সংক্রান্ত কোনও সম্পর্ক ঘিরে কোনও চাপা উদ্বেগ বা নিরাপত্তাহীনতা রয়েছে কি না তার উত্তর মেলে এই ছবির মাধ্যমে।
কীভাবে?
দাবি করা হয়, এই ছবিটির দিকে এক ঝলক তাকালে সবার প্রথমে যেটি চোখে পড়বে তারই মধ্যে নাকি লুকিয়ে রয়েছে উত্তর। অর্থাৎ সেই ছবিটিই বলে দেবে ওই ব্যক্তির মনের মধ্যে তাঁর কোনও সম্পর্ক নিয়ে কী ভয় বা উদ্বেগ লুকিয়ে রয়েছে।
কী কী রয়েছে এই ছবিতে?
এই ছবিতে আপাতভাবে চারটি মুখাবয়ব বা দেহাবয়বের আঁচ পাওয়া গিয়েছে। সেগুলি হল, এক নারী, এক ঘোড়সওয়ার সৈনিক, একটি ঘোড়া এবং একাধিক সৈন্য।
এক নারী:
ছবিট একঝলক দেখেই যদি প্রথমে নারীর মুখাবয়ব চোখে পড়ে, সেক্ষেত্রে কোনও সম্পর্কে যাওয়ার জন্য ওই ব্যক্তি যথেষ্ঠ উদগ্রীব এবং একই সঙ্গে চিন্তিত। এই ধরনের ব্যক্তিরা স্বপ্ন এবং বাস্তবের মধ্যে ভারসাম্য রক্ষা করতে জানেন। সেই কারণেই উপকারও মেলে।
ঘোড়সওয়ার সৈনিক:
যদি ছবিটি দেখেই প্রথমে ঘোড়সওয়ার সৈনিক চোখে পড়ে, সেক্ষেত্রে কোনও সম্পর্কে যাওয়ার আগে বা কোনও সম্পর্কে থাকলে নিজের চেহারা, বাহ্যিক সৌন্দর্য্য নিয়ে একটু বেশি মাত্রায় সতর্ক হয়ে থাকেন সেই ব্যক্তি। নিজের 'ইমেজ' ঠিক রাখা নিয়ে চাপ তৈরি হয় তাঁর মনের মধ্যে। তাঁরা মনে করেন এর ঘাটতি হলে তাঁদের সম্পর্ক ভেঙে যেতে পারে।
ঘোড়া:
যদি ছবিটি দেখে প্রথমেই ঘোড়ার ছবি চোখে পড়ে তাহলে প্রেমের সম্পর্কে প্রত্যাখ্যাত হওয়ার ভয় পান তাঁরা। কাছের মানুষ তাঁকে প্রত্যাখ্যান করতে পারেন বা দূরে সরিয়ে দিতে পারেন, এরকম একটি ভয় তাঁদের মনের গভীরে থাকে। তাঁদের সময় এবং পরিস্থিতির উপর সব ছেড়ে দেওয়া উচিত। সময়ের সঙ্গেই এই ভয় পেরিয়ে ওঠা যাবে।
একাধিক সৈন্য:
যদি প্রথমবার দেখেই একাধিক সৈন্য চোখে পড়ে তাহলে সেই ব্যক্তি ঠকে যাওয়ার ভয় পান। কোনও সম্পর্কে থাকলে, অপর ব্যক্তি তাঁদের কাছে কিছু লুকিয়ে যাচ্ছেন বা ঠকাচ্ছেন এমন ভয় তাঁদের মনের গভীরে থাকে। এই ব্যক্তিরা তুলনায় একটু বেশি সংবেদনশীল হয়ে থাকেন।