কলকাতা: বর্তমানে একাধিক দৃষ্টিভ্রমের (Optical Illusion) ছবি দেখা যায় সোশাল মিডিয়ায় (Social Media)। যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু মজা সেখানেই। ছবিটি দেখতে এক রকম হলেও সেখানেই লুকিয়ে থাকে একাধিক জিনিস। কখনও এক মানুষের মুখের মধ্যে লুকিয়ে থাকে আরও নানা মুখ। কখনও বা এক প্রাণীর মধ্যে লুকিয়ে থাকে আরও কয়েকটি প্রাণী। কিন্তু সেগুলি খুঁজে বের করাটাই মজার।       


অনেকেই এই দৃষ্টিভ্রম খেলায় অংশ নেন। যদিও ওপরেই এই ছবিটি দেখে চেষ্টা করেও বেশির ভাগই ব্যর্থ হয়েছেন। এই অপটিক্যাল ইলিউশনটিতে যেমন একটি ভালুক রয়েছে। ভালুকের মুখেই লুকিয়ে রয়েছে তার মাস্টার। কিন্তু সেটি চট করে খুঁজে পাননি অনেকেই। এক্ষেত্রে ২০ সেকেন্ডের একটি চ্যালেঞ্জও রাখা হচ্ছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভালুকের প্রভুকে খুঁজে পাওয়ায় মোটেও সহজ কাজ নয়।                                    


আরেকবার ভাল করে দেখুন তো ছবিটিকে-                                                                                                             





এখনও উত্তর খুঁজে না পেলে আপনার জন্য রইল সমাধান সূত্র। আপনি যদি আপনার মাথাটি ডানদিকে সামান্য কাত করেন তবে আপনার চোখে ধরা পড়তে পারে লুকনো ব্যক্তিটিকে। ভালুকের বাঁ কানের ঠিক নীচে ভাল করে লক্ষ্য করুন।


আরও পড়ুন, কতগুলি বৃত্ত রয়েছে এই ছবিতে বলতে পারবেন? রইল ১০ সেকেন্ডের চ্যালেঞ্জ




মজার বিষয় হল এই ছবিটি কিন্তু বর্তমান সময়ে তৈরি নয়। ১৮৮০ সালে এই ছবিটয়ি এঁকেছিলেন কোনও এক চিত্রশিল্পী। সেই ছবি ঘুরে ফিরে ফের সোশাল মিডিয়ায় পোস্ট হতেই নজরে কেড়েছে নেটিজেনদের।