কলকাতা: সোশ্যাল মিডিয়ায় (Social Media) অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ব্যাপকভাবে সাড়া ফেলেছে আর এগুলি মানুষে সমাধান করতেও বেশ পছন্দ করছেন। এই জাতীয় ছবিগুলি আপনার মনের সঙ্গে ছলনা করে। নিয়মিত অনুশীলনের মাধ্যমেই অপটিক্যাল ইলিউশন সমাধান করার ক্ষমতা, আয়ত্ত করা যেতে পারে। আসলে এগুলি আপনার বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য একটি ভাল উপায়।
ছবিটির গাছের পাতার মধ্যে লুকিয়ে রয়েছে একটি ব্যাঙ যাকে খুঁজে বের করতে হবে। এটি একটি নিখুঁত অপটিক্যাল ইলিউশন এর উদাহরণ, যা আপনাকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং আপনার পর্যবেক্ষণ দক্ষতা কত ভালো তা নির্ধারণ করতে সাহায্য করবে। এই জাতীয় ছবিগুলি দেখতে অতি সাধারণ হলেও এর সমাধান খুঁজে বের করা বেশ কঠিন।
ছবিটিকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। একমাত্র তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষেরাই সহজেই ব্যাঙটি খুঁজে বের করতে পারবেন গাছের পাতার মধ্যে থেকে। যাইহোক আপনি কি ব্যাঙটি খুঁজে পেয়েছেন? আপনার মত অনেকেই এই ছবিটির সমাধান করতে হিমসিম খাচ্ছেন। আপাতত দৃষ্টিতে ছবিটি সহজ মনে হলেও এটি বারবার আপনার দৃষ্টিভ্রম করবে।
ছবিটির ডানপাশের উপর দিকে ভালোভাবে লক্ষ্য করুন। বেগুনি রংয়ের ফুলের মধ্যে থেকে একটি বেশ বড় সাইজের ব্যাঙ লুকিয়ে আছে। ব্যাঙটির গায়ের রং সবুজ পাতার সঙ্গে মিশে গেছে বলেই ধাঁধার সৃষ্টি হয়েছে।
ব্যাঙটি সবুজ রঙের হওয়ায় পাতার সঙ্গে সুন্দরভাবে আত্মগোপন করে রয়েছে।
আরও পড়ুন, ছবিটিতে লুকিয়ে রয়েছে মোবাইল ফোন, আপনার চোখে ধরা পড়ছে সেটি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে