Organ Donation: রক্তদান এবং অঙ্গদান - এই দুইয়ের মাধ্যমেই অন্য মানুষের জীবন বাঁচানোর প্রচেষ্টায় অংশগ্রহণ করার সামর্থ্য আসে আমাদের হাতে। সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে কেরলে। সেখানে মৃত্যু হয়েছে ১৭ বছর বয়সী দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর। তবে নিজের জীবন দিয়ে আরও চারজনের অনেকদিন সুস্থ ভাবে বেঁচে থাকার ব্যবস্থা করে গিয়েছেন ওই ছাত্রী। স্কুলের বিল্ডিং থেকে পড়ে গিয়েছিল ওই কিশোরী। এর ফলেই মৃত্যু হয় তার। মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন মা-বাবা। কিন্তু তার মধ্যেও দারুণ এক সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মৃত মেয়ের দুটো কিডনি, লিভার এবং কর্ণিয়া দান করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আর তার ফলেই জীবন ফিরে পেয়েছেন আরও চারজন মানুষ।
কান্নুর জেলার একটি ছোট্ট এলাকা পায়াভুর। সেখানকার সেক্রেড হার্ট হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ছিল অয়না মনসন। ক্রিসমাসের পর সবেমাত্র স্কুল খুলেছিল। আর তারপরেই ঘটে গেল এমন অঘটন। চলতি সপ্তাহের সোমবার স্কুলের চারতলা থেকে বাস্কেটবল কোর্টে ছিটকে পড়ে গিয়েছিল মেয়েটি। গুরুতর ভাবে জখম হয় বছর ১৭- র ওই ছাত্রী। দ্বাদশ শ্রেণির ছাত্রী অয়নার চিকিৎসা চলছিল কান্নুর মিমস হাসপাতালে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন অয়নাকে বাঁচানোর। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। ব্রেন ডেথ হয় ছাত্রীর। এই ঘোষণার পর বুধবার ভোর ৩টের দিকে হাসপাতালের তরফে চিকিৎসকরা অত্যাধুনিক পদ্ধতিতে ওই ছাত্রীর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করেন। আর তারপর দ্রুততার সঙ্গে তা পৌঁছে দেওয়া হয়ে থালাসেরি, কোঝিকোড় এবং তিরুবনন্তপুরমের রোগীদের কাছে।
অয়নার কিডনি স্থানান্তরের ক্ষেত্রে ঘটে গিয়েছে ঐতিহাসিক ব্যাপার। কান্নুর থেকে তিরুবনন্তপুরমে অয়নার ২'টি কিডনি পাঠানো হয়েছে একটি শিডিউলড কমার্শিয়াল বিমানে, ইন্ডিগোর প্লেনে। এই প্রথম কেরলে কোনও প্যাসেঞ্জার এয়ারক্রাফট অর্থাৎ যাত্রীবাহি বিমান ব্যবহার করা হল অঙ্গ স্থানাতরের জন্য। জীবন বঁচানোর এই মিশনের জন্য বিমানের একটি আসন বিনামূল্যে দান করেছে ইন্ডিগো কর্তৃপক্ষও। এক কো-অর্ডিনেটর অয়নার কিডনি নিয়ে কান্নুর থেকে তিরুবনন্তপুরমে পৌঁছে গিয়েছিলেন সঠিক সময়ে। তিরুবনন্তপুর মেডিক্যাল কলেজে একদম সঠিক সময়ে পৌঁছে গিয়েছিল অয়নার ২টো কিডনি। তার থেকে একটি প্রতিস্থাপন করা হয়েছে ২৭ বছরের এক তরুণীর শরীরে। সফল হয়েছিল প্রতিস্থাপন। অন্যটি ফেরত পাঠানো হয়েছে তিরুবনন্তপুরমে। সেখানে এবং থালাসেরি ও কোঝিকোড়ের হাসপাতালে অয়নার অন্যান্য অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে সেই রোগীদের শরীরে যাঁদের প্রয়োজন ছিল।