নয়া দিল্লি: বিয়ের অনুষ্ঠানে অনেকেই টাকা উড়িয়ে থেকে। বিয়ের অনুষ্ঠানের কোটি কোটি টাকা আকাশে উড়িয়েছে বহু পরিবার এমন দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছেলের বিয়েতে বরযাত্রীদের মিছিল থেকে কেউ গাড়ির ছাদ থেকে টাকা উড়িয়েছে, কেউ জেসিবি মেশিন থেকে টাকা উড়িয়েছে, তবে এবার যে দৃশ্য ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় সেখানে দেখা গিয়েছে প্লেন ভাড়া করে পাত্রীপক্ষের বাড়িতে টাকা ফেলতে দেখা যায়। 


ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। সে দেশের সিন্ধু প্রদেশের একটি শহরের এক অভিজাতের বিয়েতে এমন ঘটনা। সেই দৃশ্যর ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিমান উড়ছে আকাশে। নির্দিষ্ট একটি বাড়ির উপরই ঘুরতে দেখা যায়। এরপর সেই বাড়ির উপর লক্ষ লক্ষ টাকা উড়ে এসে পড়তে থাকে। কনের বাড়ির ঠিক উপরে বিমানটি আসতেই দেখা যায়, দফায় দফায় বিমান থেকে ছড়ানো হচ্ছে টাকা। এভাবে বেশ কয়েক দফায় টাকা ছড়ানোর পর ফিরে যায় বিমানটি।  (যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ)। 






ভিডিওটি ভাইরাল হলেও এই ঘটনার নিন্দা করেছে নেটিজেনরা। পড়শি দেশ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করেই কটাক্ষ করেছে নেটমহল। একজন লিখেছেন, 'গোটা দেশ যেখানে ঋণের দায়ে গলা অবধি ঢুবে, বাজারমূল্য যেখানে আগুন, সে দেশের এই অবস্থার কারণ এবার বুঝতে পারা যাচ্ছে'। আরেক নেটিজেনের কথায়, 'পাকিস্তান সরকারের সারা বছরের বাজেট উড়িয়ে দিল। ফের ভিক্ষা করতে হবে ওদের'। এক ব্যক্তি লিখেছেন, ‘ছেলের বাবার কাছে কন্যার বাবার এই ঋণ সারা জীবন ধরে শোধ করতে হবে কনেকে।’                                  


আরও পড়ুন, খাবার পরিবেশনে দেরি কেন? রাগে বিয়ে ভাঙল বর! পরের দিনই নিজের বোনকে বিয়ে!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে