কলকাতা: চিকিৎসকরাই (Doctor) সমাজের 'হিরো' (Hero)। করোনাকালে তাঁদের নিরলস কাজ নিয়ে গর্বিত দেশও (India)। সম্প্রতি এমন একটি ভিডিও (Video) সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে। মহারাষ্ট্রের (Maharashtra) কোলহাপুরে রাজ্যসভার সাংসদ ধনঞ্জয় মহাদিক সহ একাধিক টুইটার (Twitter) ইউজাররা ভিডিওটি শেয়ার করেছেন।
কী রয়েছে সেই ভিডিওতে?
৩৭ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে এক চিকিৎসকের চেম্বারে বসে রয়েছেন রোগী। পরনে নীল শার্ট। ডাক্তারের সঙ্গেই কথা বলছিলেন। সেই সময়ই আচমকা জ্ঞান হারাতে থাকেন তিনি। ডাক্তারকে সতর্ক করার জন্য তার সামনের টেবিলে হালকাভাবে হাত দিয়ে বোঝানোরও চেষ্টা করেন। এরপরই অজ্ঞান হয়ে যান। তৎক্ষণাৎ উঠে আসেন চিকিৎসক। বুকে রীতিমতো ঘুষি মেরে (চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় সিপিআর) মৃত্যু মুখ থেকে বাঁচান তিনি।
মহারাষ্ট্রের সাংসদ ধনঞ্জয় মহাদিক এই ভিডিওটি শেয়ার করেন। তিনি সেখানে লেখেন, "চিকিৎসক তো নয়, একজন বাস্তব জীবনের নায়কের উদাহরণ দেখায় এই ভিডিও। কোলহাপুরের অন্যতম সেরা কার্ডিওলজিস্ট ডাঃ অর্জুন আদনাইক। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এক রোগীর জীবন বাঁচিয়েছেন। এমন গুণী এবং সম্মানিত নায়কদের সাধুবাদ জানাই।"
ভিডিওতে দেখা যাচ্ছে ডক্টর আদনায়েক তার বুকে ধাক্কা দিয়ে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দিচ্ছেন। ইতিমধ্যেই ভিডিওটির ভিউজ কয়েক হাজার ছাড়িয়েছে। তবে এভাবে হার্ট অ্যাটাক নিয়ে অনেক চিকিৎসক সতর্কও করেছেন।