গুজরাত: প্রশিক্ষণের সময়েই একটি বেসরকারি বিমান উড়ান প্রশিক্ষণ সংস্থার বিমান আছড়ে পড়ে মাটিতে, তারপরেই ঘটে বিস্ফোরণ এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানচালকের। মঙ্গলবার গুজরাতের আমরেলির শাস্ত্রীনগরে ঘটেছে (Gujarat Plane Crash) এই দুর্ঘটনা। মাটিতে বিমানটি আছড়ে পড়ার পরেই প্রবল বিস্ফোরণ হয় আর তাতেই আশেপাশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপন দল এবং পুলিশি ব্যবস্থা। শুরু হয় উদ্ধারকার্য। এলাকাবাসীর সুরক্ষার জন্য এই এলাকাটিকে ঘিরে দেওয়া হয়েছে। গুজরাতের আমরেলির ডেপুটি এসপি চিরাগ দেশাই জানিয়েছেন যে আমরেলির ভিশন ফ্লাইং ইনস্টিটিউটের (Gujarat Plane Crash) একটি প্রশিক্ষণ বিমান শাস্ত্রীনগরে আছড়ে পড়ে। বিমান চালাচ্ছিলেন অনিকেত মহাজন যিনি দুর্ঘটনায় মারা গিয়েছেন। গত মাসেই এমনই একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল গুজরাতে। আগের মাসে অর্থাৎ মার্চেই গুজরাতের মেহসানা জেলার একটি গ্রামের সীমান্তে প্রশিক্ষণ কেন্দ্রের একটি বিমান হঠাৎ আছড়ে পড়ে। বিধ্বস্ত হয়ে যায় বিমানটি।

পিটিআই সংবাদমাধ্যম অনুসারে জানা গিয়েছে, এই বিমানটি প্রথমে একটি গাছের উপরে পড়েছিল এবং তারপরেই খোলা জায়গায় সেই বিমানে আগুন ধরে যায়, প্রবল বিস্ফোরণ হয়। অজানা কারণে আমরেলির গিরিয়া রোড এলাকায় দুপুর সাড়ে বারোটা নাগাদ এই বিমান আছড়ে পড়ে। এমনটাই জানিয়েছেন আমরেলির পুলিশ সুপার সঞ্জয় খারাত। বিমানে একা বিমানচালকই ছিলেন। এই আছড়ে পড়ার পরেই বিমানচালকের মৃত্যু হয়। ফায়ার ব্রিগেডের চারটি দল সঙ্গে সঙ্গে আগুন নেভাতে এবং উদ্ধার করতে ছুটে আসে।

৩১ মার্চ মেহসানার কাছে উচারপি গ্রামে একটি বেসরকারি বিমান উড়ান প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ বিমান খোলা মাঠে আছড়ে পড়েছিল। এই ঘটনায় একজন মহিলা প্রশিক্ষণার্থী আহত হন গুরুতরভাবে। মেহসানা তালুক থানার পরিদর্শক ডিজি বাদভা জানিয়েছেন যে এই ঘটনার মূলে দায়ি কারিগরি ত্রুটি। তারও আগে ৩ এপ্রিল তারিখে ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান জাগুয়ার গুজরাতের জামনগরের কাছে নিয়মিত প্রশিক্ষণ চলার সময়েই আছড়ে পড়ে মাটিতে। হরিয়ানার বেওয়ারির ২৮ বছর বয়সী ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদবের মৃত্যু হয়েছিল।

কয়েকদিন আগে বেঙ্গালুরু বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল একটি ইন্ডিগো বিমান। সেই সময় টেম্পোটি এসে সটান বিমানটির সামনের অংশে ধাক্কা মারে। সজোরে ধাক্কা মারায় টেম্পোটির মাথার অংশ দুমড়ে যায়। পুরোপুরি ভেঙে যায় সামনের কাচ। বিমানটিরও ক্ষতি হয়েছে। কিন্তু বিমানের নীচে আটকে যাওয়ায় টেম্পোটি আর বেরোতে পারেনি।