Mahindra Thar SUV: গত সোমবার পূর্ব দিল্লির প্রীত বিহারে মহিন্দ্রার একটি শোরুমে বড় নাটকীয় ঘটনা ঘটে। একটি ফোর হুইলার গাড়ি কেনার পরে পরেই এক মহিলা দুর্ঘটনাক্রমে শোরুমের কাচের দেওয়াল ভেঙে দোতলা থেকে গাড়ি (Mahindra Thar SUV) নিয়ে নিচে পড়ে যান। ভেঙে চুরমার হয়ে যায় সেই গাড়িটি। যে সে গাড়ি নয়, একেবারে মহিন্দ্রা থার। এই গাড়িটি (Viral Video) কিনে সেই মহিলা চেয়েছিলেন গাড়ির চাকায় তলায় লেবু পিষবেন, কিন্তু সেই কাজ করতে গিয়ে অ্যাক্সিলেটরে চাপ দিতেই ভয়ানক বিপদ বাড়ে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কেউই আহত হননি সেভাবে। এবং একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে শোরুমের দোতলা থেকেই এই মহিলা গাড়ি নিয়ে নিচে পড়ে গিয়েছিলেন। এক আধিকারিক জানিয়েছেন যে সোমবার সন্ধ্য্যা গাড়ি কেনার পরে পুজো করার সময় এবং একটি চাকার তলায় লেবু পিষে দেবার ধর্মীয় রীতি পালনের সময় মহিলাটি ভুলবশত অ্যাক্সিলেটরে (Mahindra Thar SUV) চাপ দেন। আর এর ফলেই গাড়িটি শোরুমের দোতলার কাচের দেওয়াল ভেঙে মাটিতে আছড়ে পড়ে। এই ঘটনায় নিচে রাখা একটি মোটরবাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরের ভিডিয়োতে (Viral Video) শোরুমের নিচের রাস্তায় আছড়ে পড়া উলটে থাকা মাহিন্দ্রা থার গাড়িটিকে দেখা গিয়েছে আর এই ভিডিয়োই সমাজমাধ্যমে তুমুল ভাইরাল। এই দুর্ঘটনার পরেই রাস্তায় ব্যাপক শোরগোল দেখা যায়। সেই ভিডিয়োও ছড়িয়েছে নেট মাধ্যমে।
সংবাদসূত্রে জানা গিয়েছে যে ২৯ বছর বয়সী সেই মহিলার নাম মানি পাওয়ার এবং গাড়িটি বাড়ি নিয়ে যাওয়ার আগে তিনি যে অনুষ্ঠান-রীতি পালন করতে চেয়েছিলেন তাতে গাড়ির টায়ারের নিচে একটি লেবু পিষে ফেলার দরকার ছিল। কিন্তু এই সময়েই ভুলবশত সেই মহিলা গাড়ির অ্যাক্সিলেটরে চাপ দিয়ে ফেলেন আর এর ফলেই গাড়িটি শোরুমের দোতলার কাচের দেওয়াল ভেঙে একতলায় এসে পড়ে। এই ঘটনার সময় গাড়ির ভিতরে সেই মহিলার সঙ্গে বসেছিলেন শোরুমের এক কর্মী বিকাশ।
গাড়িটি নিচে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই এয়ারব্যাগ খুলে গিয়েছিল ভিতরে এবং সেই কারণে কারও কোনও আঘাত লাগেনি। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পরে দুজনকে ছেড়ে দেওয়া হয়। যদিও এখনও পর্যন্ত থানায় এই বিষয়ে কোনও অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
Car loan Information:
Calculate Car Loan EMI