কলকাতা: ঘুরতে তো সবাই ভালবাসেন, বিভিন্ন দেশে যাওয়া সেখানকার ভাল ভাল জায়গায় ঘুরে মনের অদ্ভুত শান্তি মেলে। আর ঘুরতে গেলে সবথেকে বড় বিষয় যা মাথায় রাখতে হয়, তা হল যে দেশে যাচ্ছেন সেখানকার যাতায়াত ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থা। ভারতে তো ট্রেন, বাস, অটো, রিক্সা, টোটো ইত্যাদি হরেক কিসিমের পরিবহন রয়েছে, পাতালরেলও রয়েছে। কিন্তু জানেন কি পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে দূর-দূরান্তের পথ যেতে চাইলে আপনি কোনও ট্রেনও (No Railway) পাবেন না। এমনকী সারা দেশ ঘুরে বেড়ালেও একটা রেললাইন (Railway Track) চোখেই পড়বে না। সেই সব দেশে গেলে মনে হবে, আপনি যেন কোনও মধ্যযুগের দেশে এসে পড়েছেন। জানেন এমন কোন দেশ আছে, যেখানে নেই রেললাইন, চলে না ট্রেন ?
আইসল্যান্ড
এই তালিকায় প্রথমেই রয়েছে আইসল্যান্ডের নাম। অসাধারণ মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, হিমবাহের প্রাচীর, দারুণ দারুণ সব ল্যান্ডস্কেপ, সবই রয়েছে সেখানে। কিন্তু নেই রেললাইন। মূলত সেই দেশে এত কম মানুষ বসবাস করেন, প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা এত প্রবল যে স্থায়ীভাবে পরিবহনের জন্য রেললাইন তৈরির কথা ভাবাই হয়নি। তাছাড়া ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আইসল্যান্ডের (Iceland) এত বন্ধুর যে ঠিকমত রেললাইন স্থাপন করা কঠিন। তবে তারা পাশাপাশি সেখানে অটোমোবাইল শিল্পের বাড়বাড়ন্তের কারণে পরিবহন মূলত সড়কপথেই হয়ে থাকে।
ভুটান
এরপর আরেকটি সুন্দর দেশের নাম করতে হয়। ভুটান (Bhutan)। পূর্ব হিমালয়ের কোলে এই ছোট্ট দেশটিতে রেললাইন তৈরি করা এক দুঃসাধ্য কাজ। সমতল ভূমি প্রায় নেই বললেই চলে, তার উপর পাহাড়ের ঢাল বেয়ে সমস্ত পথ এঁকে বেঁকে উঠে গিয়েছে যেখানে রেল চলাচল অসম্ভব।
কুয়েত
কুয়েতের (Kuwait) কথা তো অনেকেই শুনেছেন। তেলের খনির দেশ বলা হয় একে। ধনীদের দেশ। কিন্তু তা সত্ত্বেও ধনী মানুষেরা এখানে রেললাইন বানাননি। আগে সড়ক পরিবহনেই অভ্যস্ত ছিল দেশবাসী। তবে সম্প্রতি কিছু কিছু উপকূল অঞ্চলে দীর্ঘ রেলপথ বসানোর কাজ চলছে কুয়েতে।
মলদ্বীপ
বিয়ের পর মধুচন্দ্রিমা সারতে অনেকেরই স্বপ্ন থাকে মলদ্বীপে (Maldives) ঘুরতে যাবেন। কিন্তু এটা শুনে অবাক হবেন যে সেখানে একটিও ট্রেন চলে না। এত জনপ্রিয় একটি পর্যটন ক্ষেত্রে হওয়া সত্ত্বেও রেল চলাচলের কোনও সুব্যবস্থা নেই মলদ্বীপে। স্থলভাগের ঘাটতি এর অন্যতম কারণ। এখানকার মানুষেরা মূলত জলপথে নৌকার মাধ্যমেই যাতায়াত করে থাকেন।
আন্দোরা
তালিকায় রয়েছে আন্দোরা (Andorra)। বলা হয় দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে এটি একাদশতম ক্ষুদ্র দেশ আর এলাকার দিক থেকে এটির স্থান ক্ষুদ্রতায় ১৬তম। ফ্রান্স আর স্পেনের ঠিক মাঝখানে পীরেনিজ পাহাড়ের গা ঘেঁষে গড়ে ওঠা এই দেশের মধ্যে একটিও রেলপথ নেই। ফ্রান্সের (France) সীমানা বরাবর একটি রেলপথ থাকলেও তা সীমানা পর্যন্তই, দেশের ভিতরে কোনও রেল চলাচল হয় না।
তবে তালিকা এখানে শেষ হয়নি। আরও বেশ কিছু দেশে রেল চলাচল হয় না আজও। তার মধ্যে আফ্রিকা মহাদেশের পাপুয়া নিউগিনি, সোমালিয়া দেশ, অন্যদিকে সাইপ্রাস, তিমুর, এমনকী সলোমন দ্বীপেও রেললাইন নেই একটিও। এই সব দেশের মানুষ ট্রেন কী জিনিস তাই হয়ত জানে না। ইয়েমেনে যেমন পণ্য ও মানুষ চলাচলের জন্য সড়ক পথই ভরসা, সেখানে পাপুয়া নিউ গিনিতে মানুষ মূলত আকাশ ও সমুদ্রপথেই যাতায়াত করে থাকে। সাইপ্রাসে আগে একটি রেলপথ ছিল ঠিকই, কিন্তু অর্থনৈতিক কারণে তা বন্ধ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: Viral News: প্রায় ৩ লক্ষ টাকা ক্যাশ চিবিয়ে খেল পোষ্য কুকুর, দেখার পর কী অবস্থা হল মালিকের?