Roman Saini: এককথায় জিনিয়াস! দুর্দম সাহসী। দেশের অন্যতম কঠিন আইএএস অফিসারের চাকরি পেয়েও হেলায় সেই চাকরি ছেড়ে গড়ে তুলতে শুরু করেন নিজের কোম্পানি। আর আজ সেই কোম্পানি ছড়িয়ে পড়েছে সারা ভারত জুড়ে, আর্থিক মূল্যের হিসেবে যে কোম্পানির মান এখন ২৬ হাজার কোটি টাকা। আইএএস হওয়ার আগে ভারতের অন্যতম জনপ্রিয় চিকিৎসা প্রতিষ্ঠান AIIMS-এও সুযোগ পেয়েছিলেন তিনি। ডাক্তারি পড়া শুরু হয়েছিল আর তারপরেই জীবনের মোড় বদলে মাত্র ২২ বছরে দেশের কনিষ্ঠতম আইএএস অফিসার হন তিনি। রোমান সাইনি (Roman Saini)। যার জীবন সাফল্যের মোড়কে মোড়া। কখনও যেন পিছিয়ে পড়তে শেখেননি রোমান। শুনুন তাঁর জীবনের কাহিনি।


বেড়ে ওঠা


রোমান সাইনির বাবা ছিলেন রাজস্থানের একজন ইঞ্জিনিয়ার আর মা ছিলেন গৃহকর্ত্রী। তাঁর দিদি আয়ুষি সাইনি মেডিকেল ছাত্রী ছিলেন আর দাদা আবেশ সাইনি ছিলেন একজন প্রতিষ্ঠিত শিশুরোগ বিশেষজ্ঞ। ফলে ডাক্তারি পড়ার একটা আবহের মধ্যেই বড় হয়ে উঠেছিলেন রোমান (Roman Saini)। মাত্র ১৬ বছর বয়সে AIIMS পরীক্ষায় উত্তীর্ণ হন রোমান, শুরু হয় এমবিবিএস পড়া। ডাক্তারি পাশ করে মাত্র ছয় মাসের জন্য ন্যাশনাল ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট সেন্টারে চিকিৎসা করেছিলেন রোমান সাইনি। কিন্তু তার ডাক্তারি জীবন সেখানেই শেষ।


আইএএস উত্তীর্ণ


নতুন লক্ষ্যের পথে যাত্রা শুরু হয় আবার। মাত্র ২২ বছর বয়সেই দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি উত্তীর্ণ হয়ে সফল আইএএস হন রোমান (Roman Saini)। মধ্যপ্রদেশের একজন ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে বেশ কিছুদিন চাকরি করেন তিনি। কিন্তু সেই চাকরিও বেশিদিন করেননি রোমান। তাঁর ভিতরে অন্য কিছু কাজ করছিল।  


নিজের জন্য, নিজের কিছু


কালেক্টরের চাকরি ছেড়ে বন্ধু গৌরব মুঞ্জলের সঙ্গে একত্রে একটি ওয়েবসাইট চালানোর কাজ শুরু করেন যার নাম দেন 'আন অ্যাকাডেমি' (Unacademy)। এখানে দেশের সমস্ত ইউপিএসসি উৎসাহী পরীক্ষার্থীদের পড়ানো হত। বেঙ্গালুরুতে শুরু হয় এই ব্যবসায়িক এড-টেক কোম্পানি। লক্ষ লক্ষ টাকা দিয়ে কোচিং নেওয়ার বদলে সামান্য কিছু টাকার বিনিময়ে উৎসাহীদের পড়িয়ে তাদের ইউপিএসসির পথে এগিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল গৌরব এবং রোমানের।


আনঅ্যাকাডেমির সাফল্য


২০২২ সালের সমীক্ষা অনুযায়ী রোমান সাইনির 'আনঅ্যাকাডেমি'র (Unacademy) মূল্য ২৬ হাজার কোটি টাকা। কোম্পানিতে বর্তমান সিইও হিসেবে গৌরব মুঞ্জলের মাসিক বেতন এখন ১.৫৮ কোটি টাকা, আর রোমান নিজে বেতন নেন ৮৮ লক্ষ টাকা।  


আরও পড়ুন: IAS Success Story: কেরোসিনের আলোয় পড়া, ঘরে অভাব ! তবুও IAS অংশুমান


Education Loan Information:

Calculate Education Loan EMI