নয়াদিল্লি: উত্তরপ্রদেশে পুকুরে ভেঙে পড়ল বিমান। ছোট আকারের বিমানটি ভেঙে পড়েছে প্রয়াগরাজে। সেটি বায়ুসেনার বিমান বলে জানা গিয়েছে। প্রশিক্ষণ চলাকালীন বিমানটি ভেঙে পড়ে। সোশ্যাল মিডিয়ায় বিমান ভেঙে পড়ার ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। (Prayagraj Plane Crash)
বুধবার প্রয়াগরাজে কেপি কলেজের পিছনের পুকুরে ভেঙে পড়ে বিমানটি। কচুরিপানায় ঢাকা পুকুরের উপর বিমানটির ছবি দেখে শিউরে উঠেছেন সাধারণ মানুষজন। বিমানে কতজন যাত্রী সওয়ার ছিলেন, নির্দিষ্ট ভাবে তা জানা যায়নি। তবে হতাহতের খবরও মেলেনি এখনও পর্যন্ত। এই মুহূর্তে উদ্ধারকার্য চলছে সেখানে। (Plane Accident News)
জানা গিয়েছে, বুধবার প্রশিক্ষণ চলাকালীন টু-সিটার মাইক্রোলাইট বিমানটি বেসামাল হয়ে যায়। বিমানের নিয়ন্ক্রণ হারান পাইলট। সটান গিয়ে পানাপুকুরে পড়ে বিমানটি। যান্ত্রিক গোলযোগের জেরেই এমন পরিণতি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে দুই পাইলট সুরক্ষিত রয়েছেন বলে জানা যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী সুরেন্দ্র কুমার জানিয়েছেন, হঠাৎই আকাশে বিমানটিকে টলমল করতে দেখেন তাঁরা। এর কয়েক মুহূর্ত পরই দু'টি প্যারাশ্যুট খুলে যায়। দুই পাইলট বিমান থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়েন। শূন্যে কার্যত সাঁতার কাটছিলেন তাঁরা। এর পরই পানা পুকুরের মধ্যিখানে আছড়ে পড়ে বিমানটি। তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক।
চোখের সামনে এমন দৃশ্য দেখে পুকুরের দিকে ছুটে যান স্থানীয় মানুষজন। উত্তেজনা ছড়ায় এলাকায়। পুকুরে পড়ে বলেই বিমানটিতে আগুন লেগে যায়নি বলে মনে করা হচ্ছে। আর পুকুরে পড়ার দরুণই বড় অঘটন এড়ানো বলে ধারণা বিশেষজ্ঞদের। বিমানটি সঙ্গমের দিকে যাচ্ছিল।
ওই পুকুরের পাশ দিয়ে রেললাইনও গিয়েছে। সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন জানিয়েছেন, নিরাপদেই পুকুরে নেমে আসেন দুই পাইলট। হাত নেড়ে সাহায্য় চান তাঁরা। স্থানীয়দের বেশ কয়েক জন এর পর পুকুরে ঝাঁপ দেন। তাঁরাই পাইলটদের তুলে আনেন। এর পর উদ্ধারকারী দল, দমকল বাহিনী এসে পৌঁছয়।
প্রয়াগরাজের ডিসিপি জানিয়েছেন, দুই পাইলটকে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। পুকুর থেকে হেলিকপ্টারটি তোলার চেষ্টা হচ্ছে। কী করে এই দুর্ঘটনা ঘটল, তদন্ত করে দেখা হচ্ছে।