Viral Photoshoot: সমাজমাধ্যমে একেক রকম ট্রেন্ড আসে একেক সময়। সম্প্রতি টর্নেডোর সামনে দাঁড়িয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন প্রেমিক আর সেই ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে সারা বিশ্বজুড়ে। এবার টর্নেডো নয়, সাক্ষাৎ জ্বলন্ত আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক। ছবি তোলা হয় এই ঘটনার আর এবারেও সেই ছবিগুলি তুমুল ভাইরাল। জ্বলন্ত লাভা উদগিরণকারী আগ্নেয়গিরির সামনে হাঁটু মুড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক। ওয়াশিংটন ডিসির বাসিন্দা মার্ক স্টুয়ার্টের এই ছবি এখন সারা বিশ্বজুড়ে চর্চিত হচ্ছে।
ইনস্টাগ্রামে মার্ক স্টুয়ার্ট নামের এই ব্যক্তি একাধিক নাটকীয় ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর প্রেমিকাকে প্রেম নিবেদন করছেন, বাগদান করছেন। তবে এটা সামান্য কোনও ঘটনা নয়, বাগদান করছেন খোদ আগ্নেয়গিরির সামনে হাঁটু মুড়ে বসে। সামনেই সাক্ষাৎ মৃত্যু, প্রাণের ঝুঁকি নিয়ে তিনি এই কাজ করেছেন। তাঁর প্রেমিকার নাম জানা যাচ্ছে অলিভিয়া পোস্ট। বিশ্বের অন্যতম সক্রিয় জ্বলন্ত আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপপুঞ্জের কিলুয়ার সামনে দাঁড়িয়ে এই বাগদান করেছেন মার্ক।
ছবিতে দেখাও যাচ্ছে যে কীভাবে গভীর খাদ থেকে লাভা ছিটকে আসছে উপরে, গরম জ্বলন্ত লাল লাভা। সেটাই ছবিতে আলোক উৎসের কাজ করেছে আর তাঁর সামনে হাঁটু মুড়ে বসে মার্ক তার প্রেমিকা অলিভিয়ার সামনে আংটি ধরেছেন। এই দৃশ্য দেখে অনেকেই স্তম্ভিত হয়েছেন, আশ্চর্য হয়েছেন এবং একইসঙ্গে রোমাঞ্চিত হয়েছেন।
আর এই ছবিগুলির মধ্যে একটিতে দেখা যায় উভয়েই আলিঙ্গনাবদ্ধ হয়েছেন, মার্কের প্রস্তাবে রাজি হয়েছেন অলিভিয়া। এই ছবিগুলির ক্যাপশনে মার্ক লেখেন যে গতকাল আমি আমার দীর্ঘদিনের প্রেমিকা অলিভিয়া পোস্টকে প্রেমের তথা বিয়ের প্রস্তাব দিই এবং সে আমার প্রস্তাবে সম্মত হয়েছে। কিলুয়ার সামনে এই কাজ করা জীবনে একবারই ঘটে যাওয়ার মত বিরল অভিজ্ঞতা। এই মুহূর্তটির জন্য ধন্যবাদ।
এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকেই অজস্র কমেন্ট আসতে থাকে। অনেকেই এই অভূতপূর্ব বাগদানের কৌশলকে সাধুবাদ দিয়েছেন। কেউ কেউ লিখেছেন সবথেকে সুন্দর প্রেম নিবেদনের মুহূর্ত যা আমি দেখেছি। একজন লেখেন, 'উষ্ণতম প্রস্তাব। ভালোবাসা উষ্ণতায় ভরা হোক।'