Leopard in Runway: বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ল চিতাবাঘ ! হাড়-কাঁপানো ঘটনা পুনের বিমানবন্দরে। গতকাল সোমবার সন্ধেয় পুনের আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। আর এই চিতাবাঘের ভিডিয়ো সমাজমাধ্যমে (Pune Airport) ছড়িয়ে পড়েছে দ্রুত। এক যাত্রীবাহী বিমান উড়ান নিচ্ছিল রানওয়েতে আর তখনই মাত্র কয়েক মিটার দূরে এসে পড়ে একটি চিতাবাঘ। বিমানের ভিতর থেকে যাত্রীরা এই ভিডিয়ো করেছেন (Leopard in Runway) আর মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় তা ভাইরাল হয়ে গিয়েছে।
যদিও পুনের রেঞ্জ ফরেস্ট অফিসার সুরেশ বরাক জানিয়েছেন যে ঠিক যেখানে এই চিতাবাঘটিকে দেখা গিয়েছিল তা বিমানবন্দরের রানওয়ে থেকে বেশ অনেকটাই দূরে। ফলে বিপদের আশঙ্কা কিছু ছিল না। তিনি বলেন, 'পুনে বিমানবন্দর চত্বরে একটি চিতাবাঘের দেখা মিলেছে। এই দেখা পাওয়ার পরেই ছড়িয়ে পড়া ভিডিয়োর মাধ্যমে বিষয়ের সত্যতা নিশ্চিত করা হয় এবং একটি দলকে এই বিষয়ে অনুসন্ধানের জন্য মোতায়েন করা হয়েছে, খাঁচা ও ফাঁদ পেতে সেই চিতাবাঘটিকে ধরার চেষ্টা করা হচ্ছে। গোপন ক্যামেরা বসানো হচ্ছে যাতে তার খোঁজ পাওয়া যায় সহজেই। আরও বড় রকম নজরদারি চালানো হচ্ছে'।
প্রথমে সেই চিতাবাঘটিকে সকাল ৭টার সময় দেখা যায় এবং পরে সেদিনেই রাত ৮টার সময় আবার সেই চিতাবাঘটির দেখা মেলে। সংবাদমাধ্যমকে রেঞ্জ ফরেস্ট অফিসার সুরেশ বরাক জানিয়েছেন, 'সন্ধেবেলায় এটিকে রানওয়ের ৫০০ মিটার দূরেই লক্ষ্য করা গিয়েছে। আর বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং থেকে এই চিতা ৭০০-৮০০ মিটার দূরেই ছিল। বিমানবন্দরের আশেপাশে সর্বত্র চিতার খোঁজ চলছে। আমরা ইতিমধ্যেই গোপন ক্যামেরার ফাঁদ পেতে রেখেছি। আশা করা যায় মঙ্গলবারই এই চিতার খোঁজ পাওয়া যাবে এবং আমরা এটিকে ধরে ফেলতেও পারব'।
পুনে এয়ারপোর্ট অ্যাডভাইজরি কমিটি বিমানবন্দর চত্বরে বন্য প্রাণীর দেখা পাওয়া নিয়ে একটি বৈঠক ডেকেছেন ইতিমধ্যেই। বায়ুসেনার আধিকারিকরা যারা যৌথভাবে পুনের বিমানবন্দর পরিচালনা করেন, এই বিষয়ে কর্তৃপক্ষকে পদক্ষেপ করতে বলেছেন। এই অ্যাডভাইজরি কমিটি বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন এমওএস সিভিল অ্যাভিয়েশন মুরলীধর মোহোল, ভারতীয় বায়ুসেনা, সিআইএসএফ সহ আরও অনেক আধিকারিক এই বৈঠকে অংশ নিয়েছিলেন।