নয়া দিল্লি: বিমানযাত্রায় অনেকেরই নানারকমের অভিজ্ঞতা হয়ে থাকে। কখনও আবহাওয়া খারাপ থাকায় নানাবিধ সমস্যায় পড়েন, অনেকসময় বিমানের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে থাকে। কিন্তু তাই বলে এমন ঘটনা যে ঘটতে পারে তা কেউ স্বপ্নেও ভাবতে পারে না। তবে পাশে মৃতদেহ সেই অবস্থায় বিমান যাত্রা, এমনটা ভয়ঙ্করই।
এমনই ঘটনা ঘটেছে এক দম্পতির সঙ্গে। দোহাগামী কাতার এয়ার লাইনের ১৫ ঘণ্টার ফ্লাইটে এই ঘটনার সম্মুখীন হয়েছে বলে জানান হয়েছে। সংবাদমাধ্যম বিসিসি-র প্রকাশিত খবর অনুযায়ী, হঠাৎই এক মহিলা যাত্রী ওই বিমানে অসুস্থ হয়ে পড়ে। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষরক্ষা হয়নি। বিমানের মধ্যেই মৃত্যু হয় মহিলার।
বেশ কিছু বিমানের নকশা এমনভাবে করা হয়, যাতে একটা দেহ তার কোনও এক জায়গায় শুইয়ে রাখা যায়। যতক্ষণ না পর্যন্ত বিমানটি অবতরণ করছে, ততক্ষণ এভাবেই রেখে দেওয়া হয় মৃতদেহ। এই ব্যাপারটা সহযাত্রীদের কাছে মোটেই সহনীয় নয়। তাই বেশ কিছু বিমান সংস্থা ভিন্ন ব্যবস্থা নিয়েছে। সিঙ্গাপুর এয়ার লাইন্সের বেশ কিছু বিমানে মৃতদেহ রাখার জন্য বিশেষ লকারের ব্যাবস্থা করা হয়েছে। অন্য বিমানে যতটা পারা যায় লোকচক্ষুর অন্তরালে রাখা হয় মৃতদেহকে। কিন্তু মাঝ-আকাশে বিমান কর্মীরা কী করেন কারোর আকস্মিক মৃত্যুতে? কেউ অসুস্থ হয়ে পড়লে বিমানে ফার্স্ট এড পরিষেবা থাকেই। প্রায় সব বিমান কর্মীই প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু তার পরেও যদি অতিরিক্ত চিকিৎসা পরিষেবার দরকার পড়ে, তা হলে বিমানকে নিকটতম বিমানবন্দরে অবতরণ করাতে হয়।
আরও পড়ুন, ব্যস্ত সময়ে রেল-বিভ্রাট হাওড়া লাইনে? একাধিক স্টেশনে দাঁড়িয়ে গেল ট্রেন!
যদিও এক্ষেত্রে তা হয়নি। বিমান সূত্রের খবর, যাত্রীদের জিজ্ঞেস করে মৃতদেহ সামনে রেখেই যাত্রা করা হয়। বলা হয়, বিমান কর্মীরা মৃতদেহটিকে সাদা কাপড় মুড়িয়ে রেখে দেন।
উল্লেখ্য, কেউ যদি বিমানে মারা যান, তা হলে তার দেহকে যত তাড়াতাড়ি সম্ভব অন্য যাত্রীদের থেকে দূরে রাখার ব্যবস্থা নেয় বেশিরভাগ বিমান সংস্থাই। বিজনেস ক্লাসে বেশিরভাগ সময়েই ফাঁকা জায়গা থাকে। সেখানেই ব্যবস্থা করা হয় মৃতদেহ রাখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে