Viral Video: এ যেন একেবারে কল্পবিজ্ঞানের গল্প, নেমে এসেছে খোদ বাস্তবের জমিতে। আকাশে উড়ছে গাড়ি। আগামী দিনের দুনিয়া (Electric Flying Car) কেমন হবে তার নজির মিলছে এখন থেকেই। নিউ ইয়র্ক পোস্ট বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ির (Viral Video) খবর জানাল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই উড়ন্ত গাড়ির ভিডিয়ো। সেখানেই দেখা যাচ্ছে কী অনায়াসে একটি বৈদ্যুতিন গাড়ি রাস্তায় চলতে চলতেই আকাশে উড়ান নেয় এবং আরেকটি গাড়ির উপর দিয়ে টপকে তার সামনে এসে নিচে নামে ফের। বোঝাই যাচ্ছে আগামী দিনে রাস্তায় এই ধরনের গাড়ি চলতে শুরু করলে যানজট বলে আর কোনও সমস্যাই থাকবে না।
মার্কিন অটোনির্মাতা সংস্থা প্রকাশ করেছে এমন এক বৈদ্যুতিন গাড়ির ভিডিয়ো যা আড়াআড়িভাবে আকাশে উড়ান নেয় বা টেক অফ করে এবং ঠিক একইভাবে অনায়াসে নিচে এসে নামতে পারে। উড়ান এবং অটোনির্মাণ ইন্ডাস্ট্রিতে এক বিপ্লব এনে দেবে এই গাড়ি, আর সেই মাইলফলক তৈরি করেছে এই ভিডিয়ো। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল এই উড়ন্ত গাড়ির ভিডিয়ো।
এই ভিডিয়োটি মূলত একটি পরীক্ষামূলক উড়ানের যেখানে ক্যালিফোর্ণিয়ার একটি অফ-রোড এলাকায় কালো রঙের প্রোটোটাইপ গাড়িটিকে একেবারে সাধারণ গাড়ির মতই চালানো হয়, এবং চলতে চলতে হঠাৎ করেই সেটি আকাশে উড়ান নেয়। অন্য গাড়ির মাথার উপর দিয়ে অনেকটা উঁচুতে উঠে যায় এই কালো বৈদ্যুতিন গাড়িটি। এর আগেও আকাশে চড়তে পারে এমন গাড়ির বেশ কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে, কিন্তু সেগুলির একটি নির্দিষ্ট রানওয়ে দরকার হত, আর এবারে প্রথমবার এমন কোনও রোডস্টার এল যা কিনা চালানোও যাবে আবার ওড়ানোও যাবে।
বিমান তৈরির আগে রাইট ভ্রাতৃদ্বয় ঠিক যেভাবে ১৯০৩ সালে কিটি হক ফ্লাইট নামে বিখ্যাত পরীক্ষামূলক প্রদর্শনী করেছিল, তেমনই অটোনির্মাতা সংস্থা অ্যালেফের সিইও জিম ডুখোভনির মতে এই ভিডিয়োটি আদপে প্রথম প্রকাশ্যে আসা গাড়ির উড়ানের ভিডিয়ো।
অ্যালেফ সংস্থার মডেল জিরোর একটি আল্ট্রালাইফ ভার্সন হল এই প্রোটোটাইপটি যেখানে কমার্শিয়াল মডেল এ সেট কাজে লাগানো হয়েছে। এই গাড়িতে মাত্র দুটি সিট রয়েছে, আর এই গাড়িটি কমপক্ষে ১১০ মাইল উড়ে যেতে সক্ষম। ২০০ মাইল পর্যন্ত গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব এতে, তাও কেবলমাত্র অটো পাইলট মোডে রেখেই। এর অত্যাধুনিক এবং উদ্ভাবনী ডিজাইনের মধ্যে মেশ লেয়ারের ঠিক নিচেই রাখা হয়েছে ৮টি আলাদা আলাদা স্পিনিং রোটার যা একে উড়তে সহায়তা করে। চাকার ভিতরের দিকে ছোট ছোট ইঞ্জিন রয়েছে যা একে অন্যান্য বৈদ্যুতিন গাড়ির মত রাস্তায় চলতে সহায়তা করে। সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টায় গতি তুলতে সক্ষম এই গাড়িটি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাহকরা চাইলে এই উড়ন্ত গাড়ি এখনই ১৫০ ডলারের বিনিময়ে বুকিং করতে পারেন, যদিও এই গাড়িটির আসল দাম রয়েছে ৩ লক্ষ ডলার। আর এর মধ্যেই অ্যালেফ সংস্থা ৩৩০০ অর্ডার পেয়ে গিয়েছে। সংস্থার পক্ষ থেকে আগামী ২০৩৫ সালের মধ্যে একটি বড়সড় মডেল জেড সেডান আনার পরিকল্পনা চলছে যা কিনা ৪ জন যাত্রী বহনে সক্ষম হবে এবং ২০০ মাইল ফ্লাইং রেঞ্জ ও ৪০০ মাইল ড্রাইভিং রেঞ্জ থাকবে।
আরও পড়ুন: Vietjet Air Offer: মাত্র ১১ টাকাতেই বিমান সফর ! এই সংস্থা দিচ্ছে বড় সুযোগ
Car loan Information:
Calculate Car Loan EMI