কায়রো: এত দিনে কি সত্যিই মিশরের (Egypt) রানি নেফারতিতির (Queen Nefertiti) 'মমি'-র (Mummy) খোঁজ পাওয়া গেল?  মিশরীয় (Egypt) প্রত্নতত্ত্ববিদ (Archaeologist) জাহি হাওয়াসের অন্তত তেমনই দাবি, জানিয়েছে একটি মার্কিন সাপ্তাহিক পত্রিকা। গত কয়েক দশক ধরে প্রত্নতাত্তিক খননকার্য করে চলেছেন মিশরের ওই প্রাক্তন 'মিনিস্টার অফ স্টেট ফর অ্য়ান্টিকুইটি অ্যাফেয়ার্স।' গত ৯ ডিসেম্বর থেকে রানি নেফারতিতি-র সৌধের খোঁজে খনন শুরু করেন। কিন্তু তার পর?


কী বলছেন প্রত্নতত্ত্ববিদ?
লাক্সর-র পশ্চিম পাড়ে খননকার্য চালাচ্ছিলেন হাওয়াস ও তাঁর টিম। সেই সূত্রেই ওই প্রত্নতত্ত্ববিদ বলেন, 'কেভি ২১এ এবং কেভি ২১বি নামে দুটি নামহীন মমির খোঁজ পেয়েছি।' হাওয়াসের জোরাল ধারণা, ওই দুটি মমির একটি রানি নেফারতিতির, দ্বিতীয়টি অনেখসুনামনের। আগামী অক্টোবরের মধ্যে এ নিয়ে নিশ্চিত ঘোষণা করতে পারবেন, জোরাল দাবি প্রত্নতত্ত্ববিদের। এই প্রসঙ্গে আরও একটি আবিষ্কারের কথা জানান হাওয়াস। যে সৌধ থেকে দুটি নামহীন মমি পাওয়া গিয়েছে, সেখান থেকেই আরও একটি ছোট মমি পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদের দাবি, সেটি সম্ভবত ১০ বছরের এক বালকের। তার উপরই রানি নেফারতিরির মমি আবিষ্কারের বড় দিক নির্ভর করছে, কিছুটা রহস্য ধরে রেখে জানালেন হাওয়াস।


ফিরে দেখা ইতিহাস....
ইতিহাসবিদদের বড় অংশ দাবি করেছেন, ১৩৭০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৩৩০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মিশরে রাজত্ব করতেন রানি নেফারতিতি। ফারাও আকেনাতেনকে বিয়ে করেছিলেন তিনি। তুমুল বৈভবের মধ্যে রাজত্ব করতেন। তাঁরই ছেলে ফারাও তুতানখামেন। এই তুতানখামেনের স্ত্রী অনেখসুনামনের মমি-ও পাওয়া গিয়েছে বলে দাবি হাওয়াসের। বিশেষজ্ঞদের বড় অংশ বিশ্বাস করেন, স্বামীর মৃত্য়ুর পরও একা রাজত্ব সামলেছিলেন রানি নেফারতিতি। জাহি হাওয়াসও সেই মতেই বিশ্বাসী। যদিও হালে যে প্রমাণ পাওয়া গিয়েছে, তা অন্য কথা বলছে। রানি নেফারতিতি সম্পর্কে আরও একটি তথ্য কার্যত কিংবদন্তি হয়ে দাঁড়িয়েছে। তা হল তাঁর রূপ। তবে সবটাই এখনও পর্যন্ত প্রমাণের অপেক্ষায়। মিশরের প্রাক্তন 'মিনিস্টার অফ স্টেট ফর অ্য়ান্টিকুইটি অ্যাফেয়ার্স'-র অবশ্য জোরাল দাবি, তিনি অক্টোবরেই প্রমাণ করে দেবেন, যে দুটি মমি পেয়েছেন তাঁর একটি রানি নেফারতিতির। ফারাও আকেনাতেন থেকে ফারাও দ্বিতীয় আমেনহোটেপ এবং ফারাও তৃতীয় আমেনহোটেপের মমির ডিএনএ যে তাঁদের কাছে রয়েছে, সে কথা মনে করিয়েছেন হাওয়াস।  
এখন শুধু 'পাজল'-র শেষ কয়েকটি সমস্যা সমাধানের অপেক্ষা। 


আরও পড়ুন:'পুরুষকে মহিলা দেখছে, মহিলাকে পুরুষ দেখছে শুভেন্দু', বিস্ফোরক কুণাল