নয়া দিল্লি: বিপদ বলে-কয়ে আসে না! কিন্তু এ যেন সাক্ষাৎ যম। চোখের সামনে মৃত্যুমুখ থেকে বাঁচলেন সেনারা। ট্রেনের সঙ্গে সামনাসামনি ধাক্কায় মুহূর্তে সব শেষ। তবে বরাতজোরে প্রাণে রক্ষা পেয়েছেন সিআইএসএফ জওয়ানরা।
রক্ষীবিহীন রেল ক্রসিং পারাপারের সময় কয়লা বোঝাই একটি ট্রেন ধাক্কা মারে সিআইএসএফ-এর একটি এসইউভি গাড়িকে। ক্রসিংয়ে যখন গাড়িটি আটকে যায় এরপর কী হতে চলেছে তা আঁচ করতে পেরে গাড়ি থেকে বুদ্ধি করে নেমে পড়েছিলেন জওয়ারনা। কিন্তু ট্রেনের ধাক্কায় চুরমার হয়ে যায় গাড়িটি। শুধু তাই নয়, সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়িটিকে ধাক্কা মারার সময় ভয়ঙ্কর আওয়াজ হয়, কেঁপে ওঠে গোটা এলাকা।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের সুরতগড় সুপার তাপবিদ্যুৎ প্রকল্প প্ল্যান্টের ভিতরে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, নিমিষে মালগাড়িটি লাইনের উপর পড়ে থাকা সিআইএসএফের গাড়িটিকে লণ্ডভন্ড করে দিয়ে যায়। সেই ঘটনা নিরুপায় হয়ে দাঁড়িয়ে দেখলেন সকলে। এই ঘটনার কিছুক্ষণ আগেই ওই গাড়ি থেকে নেমে গিয়েছেন সিআইএসএফের তিন কর্মী।
এদিকে এই ভয়াবহ ঘটনার খবর পেয়েই ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে নিযুক্ত সিআইএসএফের উচ্চপদস্থ অফিসার এবং কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সূত্রের খবর, দুর্ঘটনার সময় কয়লা বোঝাই ট্রেনটি তাপ প্রকল্পের দিকে যাচ্ছিল। ট্রেনের গতি কম থাকায় এবং চালক ব্রেক কষা মালগাড়ির পাওয়ার ইঞ্জিনটি থেমে যায়, ফলে ট্রেনটি আস্তে হয়ে গিয়েছিল। তাতেই বড় ক্ষতি এড়ানো গিয়েছে।
SUV গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যায়, যখন সিআইএসএফ জওয়ানরা সুরতগড় সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের গুরুত্বপূর্ণ ইউনিট এলাকার ভিতরে টহল দিচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।