কলকাতা: অযোধ্যা ও রামলালাকে নিয়ে এখন সারা ভারত আবেগের মধ্যে। নানা ঘটনার ঘাত প্রতিঘাত পেরিয়ে আইনি লড়াইয়ের পর অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির (Ayodhya Ram Mandir)। সেখানেই রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণ প্রতিষ্ঠার আগেই প্রকাশ্যে এসেছিল রামলালার কৃষ্ণবর্ণের পাথর দিয়ে তৈরি মূর্তি। মূর্তি দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই । কর্নাটকের মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজ (Arun Yogiraj) এই ৫১ ইঞ্চি মূর্তি তৈরি করেছেন। মূর্তি দেখে প্রশংসায় ঊচ্ছ্বসিত হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীসহ তাবড় অতিথিদের সকলেই। রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সোমবার দুপুরবেলায়। তার পরেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রামলালার অবয়বের নানা ভিডিয়ো। এর মধ্যেই একটি ভিডিয়ো রীতিমতো শোরগোল তুলল নেটদুনিয়ায়। ১৩ সেকেন্ডের ওই ভিডিয়োতে যা দেখা গিয়েছে, তা অবাক করেছে সব্বাইকে।
কী দেখা গেল ভিডিয়োতে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, রামলালার মূর্তিতে সত্যিই প্রাণপ্রতিষ্ঠা হয়েছে ! রামলালাকে নিয়ে ১৩ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপ ছিল সেটি। কয়েক সেকেন্ডের ওই ক্লিপে দেখা গিয়েছে, কালো পাথরের শিশু রামলালার (Ram Lalla) মূর্তির দুই চোখের পাতা পড়ছে। শুধু চোখ নয়, তাঁর মুখেও প্রাণ এসেছে। দেখা যাচ্ছে, জগৎভোলানো হাসি হাসছেন রামলালা। হাসিমুখে মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেও দেখা গিয়েছে তাঁকে। ভিডিয়োতে তাঁর মুখের প্রশান্ত হাসি দেখে অনেকেই চমকে ওঠেন। অনেকে একে অলৌকিক ঘটনা বলেও ভাবেন। এতদিন পর নানা ঘটনা-দুর্ঘটনার পর রামলালা স্বমহিমায় অধিষ্ঠিত হয়েছেন মন্দিরে। সেই মহিমাতেই এমন হল বলে মনে করেন অনেকে। কিন্তু পরে জানা যায় আসল ঘটনাটি।
চমক ভাবলেও চমক নয়!
রামলালার হেসে চোখের পাতা ফেলার ঘটনা নিমেষে ভাইরাল হয়ে যায়। এক্স প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিয়োতে মিলিয়নের উপর ভিউজ আসে। তবে একইসঙ্গে জানা যায় এ কোনও অলৌকিক ঘটনা নয়। বরং যন্ত্রের কারসাজি। নেটপাড়ার দৌলতেই জানা যায়, ভিডিয়োটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে। রামলালার মুখের ছবি তুলে তার উপরেই এই কারসাজি করা হয়। তবে অলৌকিকভাবে না হলেও এআই প্রযুক্তির মারফতই জীবন্ত হয়ে উঠেছেন অযোধ্যার রামলালা। আর তাঁর মুখের হাসি ও দৃষ্টি দেখেই আবেগে আপ্লুত হয়ে গিয়েছেন সকলে।
আরও পড়ুন - Gas Pain vs Heart Pain: বুকে ব্যথাকে গ্যাসের ব্যথা বলে ভুল করছেন না তো ? এই লক্ষণগুলি এড়িয়ে গেলেই বিপদ