Viral Video: চিতার সঙ্গে সেলফি তুলে নেটিজেনদের রোষের শিকার ট্যুরিস্ট গাইড (Tourist Guide)। ঠিক কী ঘটেছিল? সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে একটি সাফারি জিপের দিকে ধেয়ে আসছিল একটি চিতা (Cheetah)। আচমকাই একলাফে জিপের মাথায় চড়ে বসেছিল সে। তারপর উঁকি দিয়েছিল সানরুফ দিয়ে। সেই সময়েই ওই চিতার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন ট্যুরিস্ট গাইড। সবচেয়ে আতঙ্কের বিষয় হল, চিতাটি যখন সাফারি জিপের উপর চড়ে বসেছিল তখন ভিতরেই ছিলেন পর্যটকরা। ট্যুইটারেই এই ভিডিও শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের এক আধিকারিক আইএফএস অফিসার Clement Ben। 


দেখে নিন চিতার সঙ্গে ট্যুরিস্ট গাইডের সেলফি তোলার সেই ভাইরাল ভিডিও


 






ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে চিতাবাঘটি একটি পর্যটক বোঝাই সাফারি জিপের দিকে এগিয়ে এসেছিল। পরক্ষণেই লাফ দিয়ে চড়ে বসেছিল জিপের মাথায়। সেই সময়েই নিজের সিট ছেড়ে উঠে আসেন ট্যুরিস্ট গাইড। তারপর পকেট থেকে ফোন বের করে চিতার সঙ্গে সেলফি তুলতে শুরু করেন। ছবি তোলার সময় বেশ বিপজ্জনক ভাবেই চিতার অনেকটা কাছাকাছি চলে গিয়েছিলেন ওই ট্যুরিস্ট গাইড। ভিডিওটি কার্যত মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল। বোঝা যায়নি যে চিতাটি জিপের ছাদ থেকে কখন নেমেছিল। আর তার জন্য সাফারি জিপটিকেই বা কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তাও জানা যায়নি। শুধু তাই নয়, এ যাত্রায় কারও কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটাও খুব একটা স্পষ্ট নয়।


এই ভাইরাল ভিডিও দেখে বেশ ক্ষুব্ধ নেটিজেনরা। বিরক্ত বন্যপ্রাণ প্রেমীরাও। নেটিজেনদের বেশিরভাগেরই প্রশ্ন এমন অবিবেচকের মতো কাজ কী করে ওই ট্যুরিস্ট গাইড করলেন? চিতাটি যখন হানা দিয়েছিল তখন সাফারি জিপে ছিলেন যাত্রীরা। উনিশ বিশ হলেই ভয়ানক বিপদ হয়ে যেতে পারত। সেখানে পর্যটকদের নিরাপত্তার কথা না ভেবে কীভাবে ওই ট্যুরিস্ট গাইড চিতার সঙ্গে সেলফি তুলতে গেলেন তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। বন্যপ্রাণ প্রেমীরাও বলেছেন এ জাতীয় কাজ করলে প্রাণীরাও বিরক্ত হয়। তখন তারাও নিজেদের বিপদ অনুমান করে নিয়ে আত্মরক্ষার্থে হয়তো পালটা আক্রমণ করতে পারে। এর জেরে বড় বিপদ হতে পারত। 


আরও পড়ুন- আসল গাড়িকেই 'খেলনা' ভেবে খেলায় মেতেছে হাতি, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়