সোলাপুর: বিনোদন পার্কে ভয়ঙ্কর দুর্ঘটনা। অক্টোপাস থিমের রাইড ঘুরছিল দুরন্ত গতিতে, বহু মানুষ সেই রাইডে ছিলেন। আর এর মাঝেই হঠাৎ করে সেই রাইডের সিট আলগা হয়ে ভেঙে পড়ে নিচে। আনন্দের মুহূর্ত নিমেষে বদলে যায় বিষাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। সোলাপুরের আকলুজের সায়াজিরাজে বিনোদন পার্কে ঘটেছে এই দুর্ঘটনা। পুনের ভিগওয়ান এলাকার এক ব্যক্তি এই দুর্ঘটনায় প্রাণ হারান এবং তাঁর এক বন্ধু গুরুতর আহত হন, শুধু তিনিই নন, আরও বহু মানুষ আহত হয়েছেন এই ঘটনায়।

পুলিশ জানিয়েছে, ঘূর্ণায়মান এই রাইডের একটি আর্ম বা বাহু আলগা হয়ে ভেঙে পড়ে যখন এই রাইডের গতি সবথেকে বেশি ছিল। অক্টোপাসের মত দেখতে এই রাইডের একটি হাতে চারটি করে সিট রয়েছে, এবং এই হাতগুলিও যেমন ঘোরে তার পাশাপাশি সম্পূর্ণ সিট ও রাইডটিও ঘোরে দুরন্ত গতিতে। আর একটা হাত হঠাৎ ভেঙে পড়ার কারণে মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছেন সেই রাইডের যাত্রীরা। ভেঙে পড়া হাতটি চারজনকে নিয়ে সোজা মাটিতে আছড়ে পড়ে। এক পর্যটক তাঁর মোবাইল ফোনের ক্যামেরায় এর পরের ঘটনা তুলে রেখেছেন রেকর্ডিং করে।

সেই ভিডিয়োতে দেখা গিয়েছে যে আতঙ্কিত আশেপাশের মানুষজন এবং অপেক্ষমান পরিবারের লোকজন মিলে সকলে সেই মাটিতে পড়ে যাওয়া ব্যক্তিদের বাঁচাতে ছুটে যান। আকলুজের একটি নিকটবর্তী বেসরকারি হাসপাতালে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয় এবং একজন তখনও অচৈতন্য ছিলেন। জ্ঞান ফেরেনি তাঁর।

মৃত ব্যক্তির নাম জানা গিয়েছে তুষার ধুমল, তাঁর বয়স ৩৫। তাঁর মাথায় মারাত্মক চোট লেগেছিল। আর তাঁর পাশেই যে ব্যক্তি বসেছিলেন তাঁকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তুষারের ভাই অভিজিৎ ধুমল আকলুজ থানায় অভিযোগ দায়ের করেছেন। এমনকী তিনি এও অভিযোগ করেছেন যে অক্টোপাস রাইডের গতি হঠাৎ করেই বাড়িয়ে দিয়েছিলেন অপারেটররা। আর সেই যন্ত্রটি যথাযথভাবে দেখাশোনা করা হত না, সেই কারণেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে অভিজিতের সঙ্গে তাঁর ভাই ও আরও দুই বন্ধু একত্রে একটি হাতের চারটি সিট নিয়ে বসেছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ সায়াজিরাজ ওয়াটার পার্কের সমস্ত কর্মী, ম্যানেজার এবং অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।