Steve Jobs Email: যুগান্তকারী পণ্য ও সংস্থা অ্যাপলের জন্যই আজও স্মরণীয় হয়ে আছেন স্টিভ জোবস। বিশ্বের সামনে তাঁর হাত ধরেই প্রথম উন্মোচিত হয় আইফোনের পর্দা। ইতিহাসের পাতায় (Steve Jobs Email) তাই তাঁর নাম আজীবন খোদিত (Steve Jobs) হয়ে থেকে যাবে। স্পটলাইট থেকে দূরে তিনি ব্যক্তিগত কথাও কিছু রেখে গিয়েছেন যা তাঁর একটি সম্পূর্ণ ভিন্ন দিকের প্রকাশ ঘটায়।

Continues below advertisement


২০০৩ সালে অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পড়ে স্টিভ জোবসের। আর তিনি আট বছর ধরে এই রোগের সঙ্গে লড়াই করে গিয়েছেন। ২০১১ সালের অক্টোবর মাসে তিনি মারা যান। তাঁর বয়স ছিল ৫৬ বছর। জীবনের শেষ বছরগুলিতে তিনি নিজেকে একটি ইমেল পাঠিয়েছিলেন। সম্পূর্ণ ব্যক্তিগত ইমেল।


২০১০ সালের সেপ্টেম্বর মাসে নিজেকেই সম্বোধন করে স্টিভ জোবস একটি ছোট নোট লিখেছিলেন। এই ইমেলটি পরে তাঁর স্ত্রী লরেন পাওয়েল জোবস স্টিভ জোবস আর্কাইভ ওয়েবসাইটের মাধ্যমে জনসমক্ষে শেয়ার করেছিলেন। এতে অন্যদের কাজ ও অবদানের উপরে তিনি কতটা নির্ভরশীল তার প্রতিফলন তুলে ধরা হয়েছিল।


কী লেখা ছিল সেই ইমেলে


এই ইমেলে ২০১০ সালের ২ সেপ্টেম্বর রাত ১১.০৮ মিনিটে স্টিভ নিজেকে সম্বোধন করে লিখছেন, ‘আমি যে খাবার খাই তার খুব কমই চাষ করি। আর যে সামান্য ফসল উৎপাদন করি তার বীজ আমি প্রজনন বা নিখুঁত করিনি। আমি নিজের পোশাক নিজে তৈরি করি না। আমি এমন একটা ভাষ বলি যা আমি আবিষ্কার করিনি বা পরিমার্জন করিনি। আমি যে গণিত ব্যবহার করি তা আবিষ্কার করিনি নিজে। আমি এমন এক স্বাধীনতা ও আইন দ্বারা সুরক্ষিত যা আমি কল্পনাও করিনি। আইন প্রণয়নও করিনি এবং প্রয়োগ বা বিচারও করিনি। আমি সঙ্গীত দ্বারা অনুপ্রাণিত। আমি নিজেকে তৈরি করিনি। যখন আমার চিকিৎসার প্রয়োজন ছিল, আমি নিজেকে বাঁচাতে অসহায় ছিলাম।


আমি ট্রানজিস্টর, মাইক্রোপ্রসেসর, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অথবা আমি যে প্রযুক্তির সঙ্গে কাজ করি তার বেশিরভাগই আমি আবিষ্কার করিনি। আমি আমার জীবিত এবং মৃত প্রজাতিকে ভালবাসি, প্রশংসা করি এবং আমার জীবন ও সুস্থতার জন্য তাদের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকি।


এই ইমেলের লেখাগুলি থেকে এই ধারণা স্পষ্ট হয় যে মৃত্যুর আগে স্টিভ জোবস ক্রমেই স্বনির্মিত বস্তু এই ধারণা থেকে দূরে সরে যাচ্ছিলেন। এর বদলে তিনি স্বীকার করেছেন যে তাঁর জীবন ও অর্জনগুলি কৃষক ও বিজ্ঞানী থেকে শুরু করে আইন প্রণেতা, শিল্পী ও ডাক্তার এবং অসংখ্য অন্যদের দ্বারা সম্ভব হয়েছে।