যোধপুর: রাজস্থানের যোধপুরে পরীক্ষা চলাকালীন এক ছাত্রকে নকল করার সময় ধরে ফেলেন পরীক্ষা তত্ত্বাবধায়ক অধ্যাপক আর তারপরেই অধ্যাপকের উপর চড়াও হয় সেই ছাত্র, তাঁকে চড়ও মারে। এই ভিডিয়ো সমাজমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral Video) হয়ে পড়েছে। মাংনি রাম বাঙ্গুর মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়েই ঘটেছে এই ঘটনা। এটি রাজস্থানের সবথেকে বড় সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেখানে প্রথম সেমেস্টারের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটেছে। গত সোমবার এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।


মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার হাতে প্রহৃত হন অমিত মীনা নামের এক বর্ষীয়ান অধ্যাপক। পরীক্ষা চলাকালীন নকল করছিলেন সেই ছাত্র, পরীক্ষার তত্ত্বাবধায়ক সেই নকল ধরে ফেলায় ছাত্রটি তাঁকে চড় মারেন। পরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানকে আক্রমণ করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে এসেছিলেন তিনি। তাকেও লাথি-ঘুষি মারার হুমকি দিতে থাকে সেই ছাত্র।


ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায় সেই ছাত্রটি বলছেন, 'আমাকে মারবেন ? নিজের সীমার মধ্যে থাকুন।' হুমকি দিয়ে চিৎকার করতে থাকে সেই ছাত্রটি। পুলিশ এখন এই বিষয়ে আরও গভীরে তদন্ত করছে।



এই ঘটনার পরেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে শান্তি বিঘ্নিত করার অভিযোগে ছাত্রকে আটক করে। অভিযুক্তের নাম জানা গিয়েছে মহেন্দ্র চৌধুরী। তিনি সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের কমিটি তাঁকে বহিষ্কার করেছে। এই ঘটনার বিষয়ে একটি বিবৃতিতে বিভাগীয় প্রধান শ্রাবণরাম মেঘওয়াল ব্যাখ্যা করেছেন যে, তিনি পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রতারণার খবর পেয়ে তিনি পলায়নকারী ছাত্রকে ধরার চেষ্টা করেন। তবে সেই মহেন্দ্র চৌধুরী অন্য কর্মীদের হাতে ধরা পড়েন।


কিছুদিন আগেই মুম্বইয়ের পুলিশ কনস্টেবলের পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েন আরেক পরীক্ষার্থী। মুম্বই পুলিশে ড্রাইভার কাম কনস্টেবলের চাকরির জন্য আবেদন করেছিলেন এক ২২ বছরের যুবক। আর সেই চাকরির পরীক্ষার দিন একটি মাইক্রো হিয়ারিং ডিভাইস কানের ভিতরে লাগিয়ে রেখেছিলেন তিনি। এবং হুবহু সিনেমার মত এই পদ্ধতিতেই নকল করে করে পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন। কিন্তু পরীক্ষা চলাকালীনই তাঁকে হাতেনাতে নকল করতে গিয়ে ধরা হয়। মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে।


আরও পড়ুন: Viral News: সংবাদপত্রে ছাপা হয়েছে মৃত্যুর খবর, সৎকারের আগেই মর্গ থেকে বেঁচে উঠলেন এই ব্যক্তি