নয়াদিল্লি: বিশ্বের একাধিক জায়গা থেকে এই বছরের মোট দুটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের (total lunar eclipse) মধ্যে প্রথমটি ১৫ মে থেকে ১৬ মে দেখা যাবে। এছাড়া লালাভ 'ব্লাড মুন' (Blood Moon) দেখার অপর সুযোগ মিলবে ৮ নভেম্বর, ২০২২-এ।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন হয়?
পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে সূর্যের রশ্মিকে চাঁদের ওপর পড়তে বাধা দেয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে, পুরো চাঁদটি পৃথিবীর ছায়ার সবচেয়ে অন্ধকার অংশ আমব্রার (umbra) মধ্যে পড়ে। চন্দ্রগ্রহণের অপর প্রকার হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ এবং অপেক্ষাকৃত বিরল প্রকারের চন্দ্রগ্রহণ হচ্ছে কেন্দ্রীয় চন্দ্রগ্রহণ।
ভারতে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ?
জানা যাচ্ছে, এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। কারণ এই গ্রহণের সময় চাঁদ দিগন্তের নিচে থাকে। ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে ১৬ মে সকাল ৭টা ২ মিনিটে এবং শেষ হবে দুপুরে ১২টা ২০ মিনিটে।
যদিও গ্রহণটি ভারতের আকাশে দেখা যাবে না। তবে গোটা ঘটনা যে কোনও সময়ে দেখতে পারবেন আপনারা কারণ নাসা (NASA) এটি তাদের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং করবে।
বিশ্বের কোন কোন অংশে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে?
নাসার ওয়েবসাইট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাংশ এবং দক্ষিণ আমেরিকার সর্বত্র এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। আফ্রিকার বেশিরভাগ অংশ, পশ্চিম ইউরোপ, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার অনেকাংশে এই পূর্ণ গ্রহণ দেখা যাবে।
পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে রোম, নিউ ইয়র্ক, ব্রাসেলস, গুয়েতমালা সিটি, লন্ডন, লস অ্যাঞ্জেলস, প্যারিস, রিও-ডি-জেনেরিও, হাভানা, শিকাগো, জোহানেসবার্গ, মেক্সিকো সিটি, লাগোস, ডেট্রয়েট, মাদ্রিদ, স্যান ফ্রান্সিসকো, স্যান্টিয়াগো, ওয়াশিংটন ডিসি, লিসবন। এছাড়া আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে আঙ্কারা, বুদাপেস্ট, কায়রো, অ্যাথেন্স, হনলুলুতে।
এই বছরের প্রথম গ্রহণ দেখা গিয়েছিল ৩০ এপ্রিল ২০২২ সালে। সেটি আংশিক সূর্যগ্রহণ ছিল। সবসময় কোনও চন্দ্রগ্রহণের দুই সপ্তাহ আগে বা পরে সূর্যগ্রহণ হয়।