নয়া দিল্লি: এবার প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে তাজমহল? বিশ্বের সপ্তম আশ্চর্য এটি। যে 'স্মৃতিসৌধ'কে দেখবার জন্য বছরে কয়েক লক্ষ লক্ষ পর্যটকরা ভিড় জমায়। অথচ সেই সৌধই এখন প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে? 


আগ্রায় একটি নতুন সাদা মার্বেল কাঠামো তৈরি করা হয়েছে যাকে তাজমহলের সঙ্গে তুলনা করা হচ্ছে। ১০৪ বছর ধরে এই কাঠামোটি তৈরি হয়েছে। ভবনটির মূল কাঠামোর আয়তন একশো বর্গফুটেরও বেশি। চারপাশে একটি প্রশস্ত কলোনেড-বরান্দা রয়েছে। মন্দিরের নকশায় স্পষ্টভাবে স্বীকৃত জৈন, মুসলিম, হিন্দু এবং খ্রীস্টান স্থাপত্যের দিকগুলি এমনভাবে একত্রিত করা হয়েছে যা দর্শনীয় যেমন একটি অনন্য।                                                                   


রাধাসোয়ামি সৎসঙ্গ মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল ১৯০৪ সালে। এটির প্রতিষ্ঠাতা সোমি শিবদয়াল সিং। এটির নাম রাধা অর্থাৎ যার অর্থ আত্মা এবং সোমি অর্থাৎ ঈশ্বর বোঝায়। আগ্রা শহরের কেন্দ্রস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে দয়ালবাগের শান্তিপূর্ণ আপরিবেশের মধ্যে অবস্থিত স্বল্প পরিচিত জেমগুলির মধ্যে অন্যতম হল একটি দুধসাদা মার্বেল কাঠামো।  


আর এই মার্বেলের কাঠামোটিই এখন দর্শনার্থীদের কাছে পর্যটনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। সোমি বাগ নামে পরিচিত এই ট্যুরিস্ট স্পটে প্রতিদিনই লেগে রয়েছে ভিড়। 


শতাব্দী আগে শুরু হওয়া এই মার্বেল কাঠামোটিতে যারা সেই সময় কারিগর ছিলেন বংশপরম্পরায় তাঁরাই এখন এই কাজ করে চলেছেন। নতু কারিগররাও এসেছেন পাশাপাশি। ভবনটির স্থাপত্য নকশায় রয়েছে বিশেষ শৈলীও। 


মার্বেলের সমাধিটি রাধাসোয়ামী বিশ্বাসের প্রতিষ্ঠাতা পরম পুরুষ পূর্ণধনি স্বামীজি মহারাজকে উৎসর্গ করা হয়েছে। আগ্রার দয়ালবাগ এলাকার সোমিবাগ কলোনীতে অবস্থিত বিশাল সমাধিটি অবস্থিত। যদিও এর ভিতরে ছবি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে।


আরও পড়ুন, কাদায় মিশে কুমির! ভুলে পা দিতেই...ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠল সোশাল মিডিয়া


 তবে বিশ্বজুড়েই তাজমহলের নানা প্রতিরূপ ছড়িয়ে রয়েছে। তাজমহলের প্রথম প্রতিরূপটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন শাহজাহান-পুত্র ঔরঙ্গজেব। নিজের বেগম রাবিয়া-উদ-দৌরানির মৃত্যুর পর তাজমহলের নকশা অবলম্বনেই একটি সমাধিসৌধ গড়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে ‘বিবি কা মাকবারা’ নামের সেই সৌধটি সম্পূর্ণ করেন সম্রাটপুত্র আজম খান।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে