নয়া দিল্লি: কুমিরকে পোষ মানানোর ভিডিও সোশাল মিডিয়ায় প্রায়ই ঘোরাফেরা করে। স্টিভ আরউইনের দেখানো পথে হেঁটে সোশাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছেন একাধিক ব্যক্তি। তবে জীবজন্তুদের দেখভাল করেন তেমনই এক কর্মী জে ব্রিইউআর সরীসৃপ কিংবা  প্রাণীদের নিয়ে বিপজ্জনক কিছু স্টান্স দেখাতেই থাকেন।                                                               


ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনদের হৃদস্পন্দন স্তব্ধ হতে বাধ্য। কাদায় রীতিমতো লুকিয়ে থাকা কুমির দেখতে না পেয়ে তার উপর দিয়ে ভুলে যেতে গিয়ে প্রাণহানি ঘটতে চলেছিল। 


ভিডিওতে দেখা যায়, একটি কর্দমাক্ত জলাভূমির উপর দিয়ে যাচ্ছিলেন জে ব্রিইউআর এবং তাঁর ক্যামেরাম্যান। তাঁরা বুঝতেই পারেননি ওই জলাশয়ে একটি কুমির লুকিয়ে রয়েছে। আচমকাই ওই কাদা থেকে মুখ তুলে তাঁদের দিকে আক্রমণ করে কুমিরটি। 






এই ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই হু হু করে ভাইরাল হয়েছে। এই ঘটনাকে 'অ্যাড্রেনালিন রাশ' ঘটনার সঙ্গে তুলনা করেছেন। যেভাবে কুমিরটি আক্রমণ করেছে, সেই ভিডিও দেখে হার্ট অ্যাটাকের মতো অবস্থা হওয়ার পরিস্থিতি নেটিজেনদের।                                                                                      


আরও পড়ুন, ফটো তোলার হিড়িক, পা হড়কে আগ্নেয়গিরিতে পড়ে মর্মান্তিক মৃত্যু মহিলার


যদিও জু-কিপার জে জানিয়েছেন এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও এমন একাধিক ঘটনার সাক্ষী হয়েছেন তিনি ও তাঁর ক্যামেরাম্যান। নেটিজেনরা অবশ্য বলেছেন কপালজোরে কোনওক্রমে বেঁচে ফিরেছেন জে এবং ওঁর ক্যামেরাম্যান। যেভাবে আক্রমণ করেছে কুমিরটি। তাতে বেঁচে ফেরার কথাই নয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে